Priyanka Chopra Reveals Daughter Malti Marie's Face: প্রিয়াঙ্কা প্রকাশ্যে আনলেন মেয়ের মুখ, বিশ্বের সঙ্গে পরিচয় করালেন মালতীকে

প্রিয়াঙ্কা চোপড়া নিজের সোশ্যাল হ্যান্ডেলে মেয়ের ছবি প্রকাশ করেননি। অভিনেত্রীর ফ্যান পেজের তরফে শেয়ার করা হয় মালতী মারির ছবি। প্রিয়াঙ্কার মেয়ের ছবি প্রকাশ্যে আসতেই নায়িকার অনুরাগীরা তাঁকে ভালবাসায় ভরিয়ে দেন।

Priyanka Chopra And Her Daughter (Photo Credit: Instagram)

মুম্বই, ৩১ জানুয়ারি: শেষ পর্যন্ত মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। ক্যামেরার সামনে প্রকাশ করলেন মালতী মারি চোপড়া জোনাসের মুখ। প্রথম ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার কোলে বসে থাকতে দেখা যায় মালতী মারিকে (Malti Marie Chopra Jonas)। প্রিয়াঙ্কার পাশে কোনও কোনও ছবিতে দেখা যায় নায়িকার ছোট জা অভিনেত্রী সোফি টার্নারকে। প্রিয়াঙ্কা চোপড়া নিজের সোশ্যাল হ্যান্ডেলে মেয়ের ছবি প্রকাশ করেননি। অভিনেত্রীর ফ্যান পেজের তরফে শেয়ার করা হয় মালতী মারির ছবি। প্রিয়াঙ্কার মেয়ের ছবি প্রকাশ্যে আসতেই নায়িকার অনুরাগীরা তাঁকে ভালবাসায় ভরিয়ে দেন। দেখুন...

 

 

View this post on Instagram

 

মেয়েকে নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া কবে ভারতে আসবেন, সে বিষয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি।

 

 

View this post on Instagram

 

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া খোলসা করে জানান, কেন তিনি সারোগেসির সাহায্য নিয়েছেন। অভিনেত্রী জানান, তাঁর বেশ কিছু শারীরিক সমস্যা ছিল। সেই কারণেই তিনি এবং নিক জোনাস সারোগেসির সাহায্য নেবেন বলে স্থির করেন। তবে মালতী সময়ের আগেই জন্ম নেয়। ফলে বেশ কিছু সমস্যা ছিল। সেই কারণে মালতীর জন্মের পর টানা তাঁকে নিজের বুকে জড়িয়ে রেখে তিনি এবং নিক সুস্থ করে তুলেছেন বলেও জানান প্রিয়াঙ্কা চোপড়া।