The Sabarmati Report: শাহ-র পাশে বসে বিক্রান্ত মাসির দ্য সবরমতী রিপোর্ট দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদী, দেখুন ভিডিয়ো
'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমা দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদী।
মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাট দাঙ্গা নরেন্দ্র মোদীর রাজনীতির কেরিয়ারে বড় দাগ, সে কথা অস্বীকার করেন না কেউ। সেই গুজরাট দাঙ্গার আগে রেলের কামরার ইচ্ছাকৃতভাবে আগুন দেওয়ার ঘটনা নিয়ে তৈরি হওয়া 'দ্য সবরমতী রিপোর্ট' (The Sabarmati Report) সিনেমা দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সোমবার বিকেলে সংসদ ভবনে সিনেমাটির স্পেশাল স্ক্রিনিংয়ে অমিত শাহ, রাজনাথ সিং, বরি কিষাণ সহ বিজেপির হেভিওয়েট মন্ত্রী-সাংসদদের পাশে বসে অভিনেতা বিক্রান্ত মাসির 'দ্য সববরমতি রিপোর্ট' দেখলেন মোদী। সংসদভবনের লাইব্রেরি বিল্ডিংয়ের বলযোগী অডিটোরিয়ামে বিকেলে মোদীর সঙ্গে এই সিনেমা দেখলেন ছবির প্রযোজক একতা কাপুরের বাবা তথা তারকা অভিনেতা জিতেন্দ্র। বিক্রান্ত ম্যাসির সিনেমা থেকে অবসর ঘোষণার দিনই সংসদে স্পেশাল স্ক্রিনিং হল 'সবরমতী রিপোর্ট'-এর।
২০০২ সালে গুজরাটের গোধরা স্টেশনে সবরমতী এক্সপ্রেসের যে এস-৬ কামরাটি পুড়ে গিয়েছিল, সেই কোচটিকে নিয়েই গল্প তুলে ধরা হয়েছে 'দ্য সবরমতী রিপোর্ট'নামের এই সিনেমায়। সবরমতি এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা থেকেই গোটা গুজরাটে হিংসা ছড়িয়েছিল বলে দাবি।
সিনেমাটি দেখলেন মোদী
বিরোধীদের দাবি, মোদীর গুজরাট দাঙ্গার ভূমিকাকে জাস্টিফাই করতেই প্রযোজক একতা কাপুর এই সিনেমা বানিয়েছেন। পাশাপাশি বিরোধী দলের নেতাদের দাবি, কাশ্মীর ফাইলস, দ্য কেরালা স্টোরির মত বিজেপির একটা প্রপোগান্ডা সিনেমা হল 'সবরমতী এক্সপ্রেস'।
'দ্য সবরমতী রিপোর্ট' দেখলেন প্রধানমন্ত্রী মোদী
'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমাটি রিলিজের দিন তিনেক পর বড় প্রশংসা করে মোদী এক্স প্ল্য়াটফর্মে লিখেছিলেনন, ‘সত্যিটা এই ছবির মাধ্যমে উন্মোচিত হয়ে খুব ভালো হল। যেখানে সাধারণ মানুষের কাছেও সত্যিটা পৌঁছে যাবে। ভুয়ো তথ্য কিংবা অপপ্রচারের আয়ু খুব বেশিদিন হয় না। স্বাভাবিকভাবেই সত্যিটা বেরিয়ে আসে।’