Pathaan Trailer on Burj Khalifa: বুর্জ খলিফায় পাঠান-এর ট্রেলার, গর্বিত শাহরুখ খান

আসন্ন ছবির প্রচারে বিদেশ পাড়ি দিয়েছেন বলিউড ‘বাদশা’। আগামী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত ছবি ‘পাঠান’

একেবারে মুক্তির মুখে শাহরুখ খানের (Shah Rukh Khan) আসন্ন ছবি ‘পাঠান’ (Pathaan)। ট্রেলার মুক্তি পর থেকে দর্শক যেন আরও মুখিয়ে রয়েছেন প্রেক্ষাগৃহে যাওয়ার অপেক্ষায়। পাঁচ বছর পর বড় পর্দায় দেখা মিলতে চলেছে কিং খানের। শনিবার দুবাইয়ের বুর্জ খলিফায় (Pathaan Trailer on Burj Khalifa) ‘পাঠান’এর ট্রেলার দেখানো হয়েছে। আসন্ন ছবির প্রচারে বিদেশ পাড়ি দিয়েছেন বলিউড ‘বাদশা’। আগামী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত ছবি ‘পাঠান’ (Pathaan)।

আরও পড়ুনঃ বিশ্বের ধনী অভিনেতার তালিকায় কিং খান, টপকালেন টম ক্রুজ, জ্যাকি চ্যানদের

'পাঠান'এর আলোয় আলোকিত বুর্জ খলিফা, দেখুনঃ 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)