Pathaan: ’পাঠান’এ শাহরুখ-দীপিকার সঙ্গে যোগীর মুখ, ফটোশপের জেরে যুবকের বিরুদ্ধে এফআইআর
লখনউ, ১৯ ডিসেম্বরঃ সোমবার লখনউ পুলিশ এক টুইটারবাসীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। ‘AzaarSRK’ নামে ওই নেটিজেন ‘বেশরম রং’ (Besharam Rang) গানে শাহরুখ-দীপিকার (Shah Rukh khan and Deepika Padukone) সঙ্গে যোগী আদিত্যনাথকেও (Yogi Adityanath) জুড়েছেন। সবই ফটোশপের খেলা। গানের একটি দৃশ্য ফটোশপে এডিট করে দীপিকার (Deepika Padukone) মুখের বদলে বসিয়ে দিয়েছেন যোগীর মুখ। ‘নিজের মেয়ের সঙ্গে পাঠান দেখুন’, কটাক্ষের সুরে শাহরুখকে বললেন মধ্যপ্রদেশের স্পিকার
নেটপাড়ায় সেই ফটোশপ করা ছবি ভাইরাল হতেই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code) অধীনে ধারা ২৯৫এ (295A) এবং তথ্য প্রযুক্তি আইনের (Information Technology Act) ৬৬ ধারায় ওই নেটাগরিকের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়। বিজেপির নেতা, সমর্থকারা মনে করেছেন, ফটোশপ করা এই ছবির মধ্যে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অসম্মান করা হয়েছে। তাই ওই নেটাগরিকের কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করেছেন তাঁরা। উত্তরপ্রদেশের সাইবার ডিপার্টমেন্টের ডিজিপি বিষয়টির তদন্ত করছেন। রেলের নজরে ঋষভ পন্তের বাড়ি, জমি দখলে তৎপর উত্তরাখণ্ড সরকার