Pathaan Advance Booking: শুরু পাঠান-এর অগ্রিম টিকিট বুকিং, ৫ ঘণ্টায় কোটির ঘরে ব্যবসা
২০ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল পাঠান-এর অগ্রিম টিকিট বুকিং। কিন্তু মুম্বই, হায়দরাবাদ, দিল্লির বেশ কিছু প্রেক্ষাগৃহ গতকাল থেকেই অগ্রিম টিকিট বুকিং শুরু করে দিয়েছে। কেবল হাতে গোনা কয়েকটি থিয়েটারই পাঠান-এর অগ্রিম টিকিট বুকিং শুরু করেছে। তাতেই প্রথম দিনে কোটির অঙ্ক হাঁকিয়ে ফেলেছে ছবি
মুম্বই, ১৯ জানুয়ারিঃ পাঠান বয়কটের ডাক ভুলে দর্শক ঝাঁপিয়ে পড়ে ছবির অগ্রিম বুকিং শুরু করে দিয়েছে। পাঁচ বছর পর বড় পর্দায় ফিরছে শাহরুখ খান (Shah Rukh Khan)। ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে আকাশছোঁয়া। ২০ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল পাঠান-এর অগ্রিম টিকিট বুকিং (Pathaan Advance Booking)। কিন্তু মুম্বই (Mumbai), হায়দরাবাদ (Hyderabad), দিল্লির (Delhi) বেশ কিছু প্রেক্ষাগৃহ গতকাল থেকেই অগ্রিম টিকিট বুকিং শুরু করে দিয়েছে। কেবল হাতে গোনা কয়েকটি থিয়েটারই পাঠান-এর অগ্রিম টিকিট বুকিং শুরু করেছে। তাতেই প্রথম দিনে কোটির অঙ্ক হাঁকিয়ে ফেলেছে ছবি (Pathaan)।
আরও পড়ুনঃ বেশরম রং-এ শাহরুখের পরনের শার্ট পেতে পারেন আপনিও, কোথায় পাবেন? কত দাম? জানুন
মুম্বই, হায়দরাবাদ, দিল্লির কিছু প্রেক্ষাগৃহ ২০ জানুয়ারির আগেই অগ্রিম টিকিট বুকিং চালু করেছে (Pathaan Advance Booking)। ১৮ জানুয়ারি থেকে ওই থিয়েটার গুলিতে মিলছে পাঠান-এর অগ্রিম টিকিট। প্রথম দিনেই অগ্রিম টিকিট বুকিংয়ে রেকর্ড ব্যবসা। পাঠান বয়কটের ট্রেন্ড ভুলে এখন পাঠান জ্বরে কাবু দর্শক। বুকিং শুরু হওয়ার ৫ ঘণ্টার মধ্যেই ১ কোটির ব্যবসা করেছে। প্রথম দিনে অগ্রিম টিকিটে দেড় কোটির ব্যবসা করেছে পাঠান (Pathaan)। ছবি মুক্তির পর কী হতে চলেছে তা আঁচ করা খুব একটা কঠিন কিছু নয়।
আরও পড়ুনঃ ছবি নিয়ে ‘অযথা’ মন্তব্য নয়, পাঠান বিতর্কে গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
আগামী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে পাঠান। শাহরুখ, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) তিন তারকার জবরদস্ত অ্যাকশনে ভরপুর ছবির পথ চেয়ে ভক্তরা। দীর্ঘ পাঁচ বছর পর যশ রাজ ফিল্মসের ব্যানারে ফিরছেন শাহরুখ। ২০১৮ এ জিরো (Zero) তে শেষ দেখা গিয়েছিল কিং খানকে (Shah Rukh Khan)। যদিও সে ছবি দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছিল। বলা যায় শাহরুখের জাদু ফেল করেছিল ‘জিরো’তে।