Siddharth Shukla Passes Away: মৃত্যুর পর সিদ্ধার্থ শুক্লর বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি
বাবুল কা আঙ্গান ছুটে না বলে একটি ধারাবাহিকে অভিনয় দিয়ে রূপোলি পর্দায় পা রাখেন সিদ্ধার্থ শুক্ল৷ এরপর জানে পহেচান সে, ইয়ে আজনবি, লভ ইউ জিন্দগি, বালিকা বধূ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন সিদ্ধার্থ শুক্ল৷
মুম্বই, ২ সেপ্টেম্বর: হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেতা সিদ্ধার্থ শুক্লর (Siddharth Shukla)৷ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় যখন সিদ্ধার্থ শুক্লকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ তবে ময়নাতদন্তের পরই সিদ্ধার্থের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়৷
ময়নাতদন্তের পর প্রাথমিকভাবে মুম্বই পুলিশের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়৷ সেখানে জানানো হয়, সিদ্ধার্থের শরীরে কোনও চোট বা আঘাতের চিহ্ন মেলেনি৷ তবে কীভাবে অভিনেতার (Actor) মৃত্যু হয়, তা এখনও নির্ধারিত হয়নি৷ মুম্বই পুলিশের একটি দল সিদ্ধার্থ শুক্লর বাড়িতে পৌঁছেছে৷ সেখানে মুম্বই পুলিশের (Mumbai Police) দলটি তল্লাশি শুরু করেছে বলে জানানো হয়েছে৷ সিদ্ধার্থের বাড়িতে রয়েছেন তাঁর বৃদ্ধা মা এবং বোন৷
কী বলছে কুপার হাসপাতাল দেখুন...
মুম্বই পুলিশ পৌঁছেছে সিদ্ধার্থের বাড়িতে...
বাবুল কা আঙ্গান ছুটে না বলে একটি ধারাবাহিকে অভিনয় দিয়ে রূপোলি পর্দায় পা রাখেন সিদ্ধার্থ শুক্ল৷ এরপর জানে পহেচান সে, ইয়ে আজনবি, লভ ইউ জিন্দগি, বালিকা বধূ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন সিদ্ধার্থ শুক্ল৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে টেলিভিশন জগতে৷ দেবলীনা ভট্টাচার্য থেকে কোয়েনা মিত্র, মনোজ বাজপায়ীরা শোক প্রকাশ করেন সিদ্ধার্থ শুক্লর মৃত্যুত৷