Alia Bhatt: মাতৃত্ব যেন আরও বাড়িয়ে তুলেছে আলিয়ার সৌন্দর্য, নায়িকার নতুন ছবি সেই কথাই বলছে
মুম্বই, ২১ নভেম্বরঃ মা হওয়ার পর মেয়েদের সৌন্দর্য যেন বেড়ে যায় আরও কয়েকগুণ। চোখে মুখে মাতৃত্বের আভাস পাওয়া যায় তাঁদের। মাতৃত্বের লালিত্ব আর মমত্ব মেয়েদের পরিপূর্ণতা দেয়। ব্যতিক্রম হল না বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের (Alia Bhatt) ক্ষেত্রেও। এমনিতেও নায়িকার রূপ এবং গুণের জুড়ি মেলা ভার। আর তার উপর সদ্য মা হয়েছেন তিনি। নবজাতের গায়ের গন্ধ এখনও মিশে রয়েছে তাঁর সঙ্গে।
সোমবার সকালে নায়িকা (Alia Bhatt) একটি নতুন ছবি শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। যেখানে আরও উজ্জ্বল আরও শান্ত দেখাচ্ছে আলিয়াকে। শীতের সকালে রোদের আভা এসে পড়ছে তাঁর শরীরে। পরনে সাদা কালো ডোরাকাটা সোয়েটার। খোলা চুল আর বরাবরের মত ছিটেফোঁটা মেক-আপ। নায়িকার পাশাপাশি ছবির ক্যাপশনও চোখ টেনেছে নেটবাসীর। ছবির ক্যাপশনে রণবীর ঘরনি লিখেছেন, ‘কোজি’। যার বাংলা অর্থ আরামদায়ক বা সুখকর। সন্তান সুখে নতুন মায়ের যে সুখের কোন সীমা নেই তা বেশ স্পষ্ট নায়িকার এই পোস্টে।
চলতি বছরের ১৪ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। জুনেই নায়িকা সুখবর জানান, দুই থেকে এবার তিন হতে চলেছেন তাঁরা। কাপুর পরিবারে নতুন সদস্য আসার খবরে উচ্ছ্বসিত ছিল সকলেই। ৬ নভেম্বর রণবীর আলিয়ার (Ranbir-Alia) কোল আলো করে আসে তাঁদের কন্যা সন্তান। কাপুর পরিবারের লক্ষ্মী।