National Film Award 2023: ওয়াহিদা রহমানের ছবি তুলতে চিত্র সাংবাদিকদের হিড়িক, 'সাবধানে' পিছন থেকে ধমক রণবীরের
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে পুরস্কৃত না হয়েও পেজ থ্রির শিরোনাম জুড়ে এখন ঘুরছেন রণবীর কাপুর। কখনও স্ত্রী আলিয়াকে ক্যামেরাবন্দি করে তো আবার কখনও বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমানের হয়ে আওয়াজ তুলে।
নয়া দিল্লি, ১৮ অক্টোবরঃ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছিল ৬৯'তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের অনুষ্ঠান (National Film Award 2023)। একাধিক ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন ভারতীয় চলচ্চিত্র জগতের কৃতি তারকারা। সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার হাতে তুলে নিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt), কৃতি শ্যানন (Kriti Sanon)। সেরা অভিনেতার খেতাব জিতেছেন অল্লু অর্জুন (Allu Arjun)। সেখানেই সেরা অভিনেতা অভিনেত্রীদের মাঝে প্রবীণ অভিনেত্রী ওয়াহিদা রহমানের (Waheeda Rahman) হাতে তুলে দেওয়া হয়েছে দাদাসাহেব ফালকে পুরস্কারটি। গাঙ্গুবাই কাঠিওয়াড়ির জন্যে সেরা অভিনেত্রীর খেতাব নিতে মঞ্চে উঠতেই অতিথি আসন থেকে স্ত্রীকে ক্যামেরাবন্দি করতে দেখা গিয়েছে রণবীর কাপুরকে (Ranbir Kapoor)। স্ত্রীয়ের সম্মান প্রাপ্তিতে যেন তাঁর চেয়ে বেশি খুশি স্বামী রণবীর। সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্রই ছড়িয়ে পড়েছে সেই মুহূর্ত।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে পুরস্কৃত না হয়েও পেজ থ্রির শিরোনাম জুড়ে এখন ঘুরছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। কখনও স্ত্রী আলিয়াকে ক্যামেরাবন্দি করে তো আবার কখনও বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমানের হয়ে আওয়াজ তুলে।
দাদাসাহেদ ফালকে সম্মানে (Dadasaheb Phalke Award) সম্মানিত অভিনেত্রীকে ক্যামেরাবন্দি করতে পাপারাৎজির হিড়িক দেখে চুপ থাকতে পারলেন না রণবীর। পিছনের আসন থেকে উঠে দাঁড়িয়ে পাপারাৎজিদের (Paparazzi) ধমক দিলেন। বলিউডের প্রবীন অভিনেত্রী তিনি, তাঁর চোট যাতে না লাগে তাই সাবধানতা বজায় রেখে ছবি তুলতে বললেন চিত্র সাংবাদিকদের।
দেখুন সেই ভিডিয়ো...