Mrs Chatterjee vs Norway BO Day 1: মুক্তির প্রথম দিনে হোঁচট খেল মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, তবে আশা দেখাচ্ছে সপ্তাহান্ত

ভারতের ৫৩৫টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। শুক্রবার মুক্তির প্রথম দিনে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ব্যবসা করেছে ১ কোটি ২৭ লক্ষ টাকা।

Mrs Chatterjee vs Norway Box Office Collection Day 1 (Photo Credits: Twitter)

মুম্বই, ১৮ মার্চঃ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ (Mrs Chatterjee vs Norway)। প্রশাসনের বিরুদ্ধে এক মায়ের সংগ্রাম। কোলের সন্তানকে ফিরিয়ে আনতে প্রশাসনের চোখে চোখ রেখে প্রতিবাদের এক গল্প। সাত্যিকারের কাহিনী অবলম্বনে পরিচালক আশিমা ছিব্বার তৈরি করেছেন ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রানি মুখার্জী (Rani Mukerji) এবং বাঙালি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)।

আরও পড়ুনঃ রিলিজের দিনে মাত্র ৪২ লক্ষের ব্যবসা, বক্স অফিসে হতাশ করছে কপিল শর্মার জিগ্যাটো

মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে প্রথম দিনের ব্যবসা... 

 

View this post on Instagram

 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

১৭ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে (Mrs Chatterjee vs Norway)। ছবির প্রথম দিনের বক্স অফিস সংগ্রহ আশানুরূপ ছিল না। ভারতের ৫৩৫টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। শুক্রবার মুক্তির প্রথম দিনে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ব্যবসা করেছে ১ কোটি ২৭ লক্ষ টাকা (Mrs Chatterjee vs Norway Box Office Collection Day 1)। ধীর গতিতে ছবি ব্যবসা শুরু করলেও চলচ্চিত্র বিশ্লেষকরা অনুমান করছেন শনি এবং রবি অর্থাৎ সপ্তাহান্তে প্রেক্ষাগৃহে ঘুরে দাঁড়াবে ছবিটি। চলচ্চিত্র বিশ্লেষকদের অনুমান ততটা সঠিক তা সপ্তাহান্তের শেষে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের বক্স অফিস সংগ্রহ দেখেই বোঝা যাবে।