Happy Birthday Sushmita Sen: মাত্র ২৪ বছর বয়সে দত্তক সন্তানের মা হয়েছেন সুস্মিতা সেন, বিশ্বসুন্দরীর জন্মদিনে দেখে নিন কিছু গুরুত্বপূর্ণ ছবি ও ভিডিও

বিশ্বসুন্দরী (Miss Universe) সুস্মিতা সেনের (Sushmita Sen) আজ ৪৪-তম জন্মদিন (44th Birthday)। সুস্মিতা সেন ১৯৯৪-এ বিশ্বসুন্দরী হওয়ার পর থেকে দাপিয়ে বেরিয়েছেন বলিউড জগতে। একের পর এক মিউজিক অ্যালবাম, ছবি, বিজ্ঞাপনে কাজ করে গেছেন। বলিউড তাঁকে 'দিলবার' গার্ল (Dilbar Girl) হিসেবেও মনে রেখেছে। অজস্র ছবি রয়েছে তাঁর কেরিয়ারের ঝুলিতে। হ্যাঁ, তবে সব ছবি যে সফল তা নয়। অভিনয়ের জগতে যত না সাফল্য পেয়েছেন তার চেয়ে বেশি সফলতা পেয়েছেন ফ্যাশন জগতে।

সুস্মিতা সেনের জন্মদিন (File Photo)

Sushmita Sen 44th Birthday: বিশ্বসুন্দরী (Miss Universe) সুস্মিতা সেনের (Sushmita Sen) আজ ৪৪-তম জন্মদিন (44th Birthday)। সুস্মিতা সেন ১৯৯৪-এ  বিশ্বসুন্দরী হওয়ার পর থেকে দাপিয়ে বেরিয়েছেন বলিউড (Bollywood) জগতে। একের পর এক মিউজিক অ্যালবাম, ছবি, বিজ্ঞাপনে কাজ করে গেছেন। বলিউড তাঁকে 'দিলবার' গার্ল (Dilbar Girl) হিসেবেও মনে রেখেছে। অজস্র ছবি রয়েছে তাঁর কেরিয়ারের ঝুলিতে। হ্যাঁ, তবে সব ছবি যে সফল তা নয়। অভিনয়ের জগতে যত না সাফল্য পেয়েছেন তার চেয়ে বেশি সফলতা পেয়েছেন ফ্যাশন জগতে।

শুধু হিন্দি ভাষাতেই নয়। তামিল (Tamil) ও বাংলা (Bangla) ছবিও তিনি করেছেন। আইটেম সঙে (Item Song) তখন তাঁর জুড়ি মেলা ভার। 'মেহবুব মেরে' (Mehboob Mere) গানটি যেকোনো নতুন প্রজন্মের আইটেম গানকে এখনও টেক্কা দেয়। সৃজিত মুখার্জির (Srijit Mukherjee) পরিচালনায় বাংলা 'নির্বাক' (Nirbaak) ছবিতে যীশু সেনগুপ্তের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। বং বিশ্বসুন্দরী বাংলা ছবিতে কাজ করেছিল ওই প্রথম। তাঁর কাজ মন জয় করেছিল বহু অনুরাগীর মন। আরও পড়ুন, আইনি জটে অমিতাভ বচ্চনের পরবর্তী ছবি 'ঝুন্ড' 

সুস্মিতা সেনের কেরিয়ারের কিছু গুরুত্বপূর্ণ ছবি-

(Photo Credits: Instagram)
(Photo Credits: Instagram)
(Photo Credits: Instagram)
(Photo Credits: Instagram)
(Photo Credits: Instagram)

দেখুন , মেয়ে আলিশা কী লিখেছে মা সুস্মিতা সেনের জন্য-

অত্যন্ত সাহসিনী এই বিশ্বসুন্দরী। মাত্র ২৪ বছর বয়সে মা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি । তবে বিয়ে করে নয়। দত্তক নিয়েছিলেন মেয়ে রেনেকে (Renee)। এরপর ২০১০-এ আরেকটি কন্যা (Daughter) দত্তক (Adopt) নেন। দ্বিতীয় কন্যাসন্তানের নাম আলিশা (Alisah)। সব ঠিক থাকলে শোনা যাচ্ছে খুব তাড়াতড়ি রহমান শোলের (Rohman Shawl) সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে পারেন তিনি।