Mirzapur The Film: ওয়েব সিরিজের পর এবার বড় পর্দায় চলচ্চিত্র রূপে মির্জাপুর, ফিরছে 'অমর' মুন্না

হিন্দি ওয়েব সিরিজের দুনিয়ায় মির্জাপুর যেন এক মাইলফলক। সেই সিরিজকেই এবার চলচ্চিত্রের রূপ দিতে চলেছেন পরিচালক গুরমিত সিংহ। বেশ কিছু দিন ধরেই সেই গুঞ্জন শোনা যাচ্ছিল। জল্পনা সত্যি হল।

মুম্বই, ২৮ অক্টোবরঃ মির্জাপুর (Mirzapur) ওয়েব সিরিজের পর এবার আসতে চলেছে চলচ্চিত্র। হিন্দি ওয়েব সিরিজের দুনিয়ায় মির্জাপুর যেন এক মাইলফলক। সেই সিরিজকেই এবার চলচ্চিত্রের রূপ দিতে চলেছেন পরিচালক গুরমিত সিংহ। বেশ কিছু দিন ধরেই সেই গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে জল্পনা সত্যি করে এক সোমবার সামনে এল মির্জাপুর দ্য ফিল্ম-এর প্রথম ঝলক।

কালিন ভাইয়ার চরিত্রে পঙ্কজ ত্রিপাঠীর  (Pankaj Tripathi) সেই দাপট। গুড্ডুর চরিত্রে আলি ফজল (Ali Fazal), চমক দিয়ে ফিরছেন 'অমর' মুন্না (Divyenndu), সঙ্গে তাঁর কম্পাউন্ডার অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)। চলতি বছরে মুক্তি পেয়েছিল মির্জাপুর সিরিজের সিজিন ৩ (Mirzapur Season 3)। তবে তৃতীয় সিজিন দর্শকদের বেশ হতাশ করেছিল। নিরাশ দর্শকদের মুখে হাসি ফোটাতে এবার চলচ্চিত্র রূপে আসছে মির্জাপুর। বড় পর্দায় উপভোগ করতে পারবেন অ্যাকশন, ক্রাইম এবং থ্রিলারে ভরা ছবিটি।

আরও পড়ুনঃ মায়ের কাতর আর্তনাদের জেরে ফিরছে করণ-অর্জুন, প্রেক্ষাগৃহে ছবির পুনর্মুক্তির ঘোষণা পরিচালকের

মির্জাপুর দ্য ফিল্ম-এর প্রথম ঝলক... 

২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলছে মির্জাপুর চলচ্চিত্রটি।