Mika Singh- Jacqueline Fernandez: সুকেশের সঙ্গে জ্যাকলিনের সম্পর্ক নিয়ে রসিকতা মিকার, তড়িঘড়ি পোস্ট ডিলিট গায়কের

হলিউড অ্যাকশন কিংবদন্তি জিন-ক্লদ ভ্যান ড্যামের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেন জ্যাকলিন। সেই ছবিতে সকলে প্রশংসা করলেও উলটো পথে হাঁটলেন গায়ক মিকা সিং। রসিকতা করে সংবাদ মাধ্যমের শিরোনামে এলেন মিকা।

Mika Singh Reacts To Jacqueline Fernandez's Pic With Van Damme (Photo Credits: IANS)

২০০ কোটি টাকা আর্থিক জালিয়াতির অভিযোগে জেলবন্দি রয়েছেন মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar)। সেই মামলায় একাধিকবার আলাদতের সমন পেয়েছেন বেশ কিছু বলি অভিনেত্রী। তাঁদের মধ্যে অন্যতম জ্যাকলিন ফার্নান্ডিজ (Jacqueline Fernandez)। সুকেশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নানা সময়ে বহু দামী দামী উপহার নিয়েছেন সুকেশের থেকে। সেই খেসারত হিসাবেই বারে বারে আদালতে ছুটে যেতে হয়েছে জ্যাকলিনকে। নায়িকার বিদেশ যাত্রার উপরেও নিষেধাজ্ঞা ছিল। তবে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আদালত। ফলে দেশের থেকে বিদেশেই বেশি সময় কাটাচ্ছেন জ্যাকলিন। কখনও সেলেনা গোমেজ তো আবার কখনও হলিউড অ্যাকশন কিংবদন্তি জিন-ক্লদ ভ্যান ড্যামের (Jean-Claude Van Damme) সঙ্গে তাঁর ছবি উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। দুদিন আগেই ভ্যান ড্যামের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেন জ্যাকলিন (Jacqueline Fernandez)। আর সেই ছবি দেখার পর থেকেই জল্পনা শুরু, বলিউডের পর এবার কি তাহলে হলিউডে জায়গা করে নিতে চলেছে নায়িকা।

দেখুন মিকার পোস্ট... 

Mika Singh Reacts To Jacqueline Fernandez's Pic With Van Damme (Photo Credits: X)

তবে এই ছবির মূল আকর্ষণ অন্য জায়গায়। ভ্যান ড্যামের সঙ্গে জ্যাকলিনের সেই ছবিতে সকলে প্রশংসা করলেও উলটো পথে হাঁটলেন গায়ক মিকা সিং (Mika Singh)। রসিকতা করে সংবাদ মাধ্যমের শিরোনামে এলেন মিকা। জ্যাকলিনের ছবিটি নিজেও শেয়ার করলেন তিনি। সুকেশের সঙ্গে নায়িকার সম্পর্ক নিয়ে ঠাট্টা করে মিকা লেখেন, 'তোমায় খুব সুন্দর দেখাচ্ছে। কিন্তু সুকেশের চেয়ে ভ্যান অনেক ভালো'। মিকার এই পোস্ট নিমেষে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া জুড়ে। ভাইরাল হতেই পোস্টটি মানে মানে ডিলিট করে দেন বলিউড গায়ক।



@endif