Malaika Arora: 'বডিকন আউটফিটে' মালাইকা, কুৎসিত কটাক্ষের মুখে নায়িকা

বাদামী রঙের বডিকন আউটফিটে মালাইকাকে দেখে অনেকেই কটাক্ষ করেন। এমনকী, মাল্লা কি পোশাক পরেননি বলেও মন্তব্য করেন অনেকে। পাশাপাশি মালাইকার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি নিজের জন্য সঠিক পোশাক বেছে নেওয়ার ক্ষমতা হারিয়েছেন বলেও কটাক্ষ করেন অনেকে।

Malaika Arora (Photo Credit: Instagram)

মুম্বই, ৯ জুলাই: প্রায় প্রতিদিন নিজের লুকের মাধ্যমে অনুরাগীদের মুগ্ধ করে রাখেন মালাইকা অরোরা খান। বয়স বাড়লেও মালাইকা যে বলিউডের (Bollywood) অন্যতম ডিভা, তা স্বীকার করতে বাধ্য ৮ থেকে ৮০। এবার সেই মালাইকাকে কটাক্ষের মুখে পড়তে হল পোশাকের জন্য। মালাইকা (Malaika Arora) যখন সম্প্রতি 'বডিকন আউটফিটে' গাড়ি থেকে নেমে নিজের বাড়িতে প্রবেশ করেন, তখন তাঁকে দেখে একের পর এক ক্যামেরার ফ্ল্য়াশ ঝলসে উঠতে শুরু করে।

বাদামী রঙের বডিকন আউটফিটে মালাইকাকে দেখে অনেকেই কটাক্ষ করেন। এমনকী, মাল্লা কি পোশাক পরেননি বলেও মন্তব্য করেন অনেকে। পাশাপাশি মালাইকার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি নিজের জন্য সঠিক পোশাক বেছে নেওয়ার ক্ষমতা হারিয়েছেন বলেও কটাক্ষ করেন অনেকে। কেউ বলতে শুরু করেন, মালাইকাকে দেখে এবার মনে হয় তিনি নগ্ন অবস্থায় ডেনিম জ্যাকটে পরে বাইরে বেরিয়েছেন।

আরও পড়ুন: Alia Bhatt: আলিয়ার সঙ্গে গাল গ্যাডট, ভাইরাল 'হার্ট অফ স্টোনের' শ্যুটের ছবি

সবকিছু মিলিয়ে নিজের বডিকন আউটফিটের জন্য এবার একের পর এক কটাক্ষের মুখে পড়তে শুরু করেছেন মাল্লা।