Lok Sabha Election 2024: লাইট, ক্যামেরা, অ্যাকশন ছেড়ে বুথ, ইভিএম আর আঙুলে কালি লাগাতে ব্যস্ত থাকলেন বলিউড তারকারা
এই একদিনের জন্যে লাইট, ক্যামেরা, অ্যাকশন ছেড়ে বুথ, ইভিএম আর আঙুলে কালি লাগাতে ব্যস্ত থাকলেন বলিউড তারকারা। কেবল নিজে ভোট দিলেন তাই নয়, সচেতন নাগরিক হিসাবে জনগনকে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ করেছেন তারা।
মুম্বই, ২০ মেঃ দেশজুড়ে আজ সোমবার, ২০ মে পঞ্চম দফার ভোট সম্পন্ন হয়েছে (Lok Sabha Election 2024)। দেশের মোট ৪৯টি আসনের পাশাপাশি এদিন মহারাষ্ট্রের ১৩টি লোকসভা কেন্দ্রে ভোট গৃহীত হয়েছে। ছয় রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোটের হারের নিরিখে সবচেয়ে পিছিয়ে রয়েছে মহারাষ্ট্রই (Maharashtra)। এদিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন ভোট কেন্দ্রে দেখা মিলেছে বলিউড তারকদের ভিড়। এই একদিনের জন্যে লাইট, ক্যামেরা, অ্যাকশন ছেড়ে বুথ, ইভিএম আর আঙুলে কালি লাগাতে ব্যস্ত থাকলেন বলিউড তারকারা। কেবল নিজে ভোট দিলেন তাই নয়, সচেতন নাগরিক হিসাবে জনগনকে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ করেছেন তারা।
সপরিবারে ভোট দিতে আসতে দেখা গিয়েছে বলিউড কিং খানকে (Shah Rukh Khan)। স্ত্রী গৌরী খান, বড় ছেড়ে আরিয়ান খান, মেয়ে সুহানার সঙ্গে ভোট কেন্দ্রে আসেন শাহরুখ। ছোট্ট আব্রামকেও এদিন সঙ্গে এনেছিলেন অভিনেতা।
ভোটপর্ব শেষ হওয়ার একেবারে শেষলগ্নে এসে ভোট দিলেন সলমন খান (Salman Khan)। দুদিন আগেই এক্স হ্যান্ডেল থেকে সকল ভক্তদের কাছে ভোট দিতে যাওয়ার জন্যে অনুরোধও জানান ভাইজান।
এদিকে মহারাষ্ট্রে ভোটদানের হার কম হওয়ায় ক্ষুব্ধ অভিনেতা পরেশ রাওয়াল বিতর্কিত এক মন্তব্য করে বসেন। তিনি দাবি করেন, যারা ভোট দিতে আসছেন না শাস্তি হিসাবে তাদের উপর বেশি করের বোঝা চাপানো কিংবা অন্য কোন শাস্তির বিধান দেওয়া হোক।
বেবিবাম্প নিয়ে ভোট দিতে এলেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী দীপিকা পাড়ূকোন (Deepika Padukone)। সাদা ঢিলেঢালা শার্টে এদিন সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছে নায়িকার স্ফীত বেবিবাম্প। স্ত্রীর হাত শক্ত করে ধরে ভোটকেন্দ্রে ঢুকতে দেখা গিয়েছে রণবীর সিংকে।
ভাঙা হাত নিয়ে সদ্য কান চলচ্চিত্র উৎসব থেকে ঘুরে এসেছেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। সোমবার ভোটকেন্দ্রে হাতে প্লাস্টার নিয়েই ভোট দিতে চলে গেলেন নায়িকা।
হাফ হাতা সাদা শার্ট আর ব্লু জিন্সে এদিন রণবীর কাপুরের (Ranbir Kapoor) ভোট লুক ছিল অন্যবদ্য। সহস্র তরুণীর হৃদস্পন্দন স্তব্ধ করতে সেই লুকই যথেষ্ট। তবে এদিন স্ত্রী আলিয়া ভাটকে (Alia Bhatt) দেখা যায়নি।
প্রাক্তন স্ত্রী তথা চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে ভোট দিতে এসেছিলেন অভিনেতা আমির খান (Aamir Khan)।
সপরিবারে ভোট দিতে এলেন হৃত্বিক রোশন (Hrithik Roshan)।
ধর্মেন্দ্র, সানি দেওল, হেমা মালিনী, এষা দেওল, অক্ষয় কুমার, ইমরান হাশমি, টাইগার শ্রফ, সঞ্জয় দত্ত, অনীল কাপুর, সুনীল শেট্টি, জাহ্নবী কাপুর, শিল্পা শেট্টি, সইফ-করিনা, মাধুরী দীক্ষিত, প্রীতি জিন্টারা এদিন ভোট দিয়েছেন।