Kriti Sanon on Wedding Rumours: প্রভাসের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন কৃতি! রহস্য ভেদ করলেন নায়িকা

Prabhas-Kriti, Varun (Photo Credit: Twitter)

মুম্বই, ৩০ নভেবরঃ বলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের (Prabhas) সঙ্গে বলি অভিনেত্রী কৃতি স্যাননের বিয়ের গুঞ্জন। নায়িকার বিয়ের খবরে (Kriti Sanon on Wedding Rumours) যখন সংবাদ মাধ্যমগুলি সরগরম হয়ে উঠেছে ঠিক সেই সময়েই হাটে হাড়ি ভাঙলেন স্বয়ং নায়িকাই। কৃতি জানালেন, তাঁর বিয়ের গুঞ্জনের মধ্যে কোন সত্যতাই নেই। নায়িকার বিয়ের খবরে যখন ভক্তরা উচ্ছ্বসিত। তখনই সকলের উৎসাহে জল ঢেলে নিজের সোশ্যাল মিডিয়া হ্যন্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করে কৃতি বলেন, তাঁর বিয়ের খবর একেবারেই ভুয়ো। স্বস্তিকার ছবিতে ‘চমক’, দেখুন অভিনেত্রীকে

ঘটনাটার সূত্রপাত হয়েছে ‘ঝলক দিখলা জা’র  মঞ্চে। দিন কয়েক আগেই বরুণ ধাওয়ান (Varun Dhawan) এবং কৃতি স্যানন (Kriti Sanon) এসেছিলেন তাঁদের ছবি ‘ভেড়িয়া’র (Bhediya) প্রচারে। সেই মঞ্চেই বরুণ বেফাঁস মন্তব্য করে বসেন, ‘কৃতির নাম রয়েছে একজন তারকার মনে। যে এখন মুম্বই নেই। এখন দীপিকার সঙ্গে শুটিং করছেন’। অভিনেতার এই মন্তব্যের পর থেকেই চারিদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়ে কৃতি এবং প্রভাসের সম্পর্কের গুঞ্জন। আর সেই গুঞ্জন 'সম্পর্ক' থেকে 'বিয়েতে' মোড় নিতে খুব বেশি সময় লাগেনি সংবাদমাধ্যম গুলোর।

দেখুন কৃতির পোস্টঃ 

উল্লেখ্য, দক্ষিনী সুপারস্টার প্রভাস (Prabhas) এইমুহুর্তে তাঁর আসন্ন ছবি ‘প্রোজেক্ট কে’র (Project K) শুটিং করছেন। ছবিতে প্রভাসের সঙ্গে দেখা যাবে দীপিকা পাডুকনকে (Deepika Padukone)।

অন্যদিকে, প্রভাস এবং কৃতি জুটি বেঁধে অভিনয় করেছেন ‘আদিপুরুষ’ (Adipurush) ছবিতে। আগামী বছর প্রেক্ষাগৃহে আসতে চলেছে ‘রামায়ণ’ কাহিনী অবলম্বনে নির্মিত ওম রাউত পরিচালিত ছবি ‘আদিপুরুষ’। ছবিতে প্রভাস-কৃতি ছাড়াও রাবণ অবতারে থাকছেন সইফ আলি খান (Saif Ali Khan।