KIFF 2022: শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব, চাঁদের হাট কলকাতায়
কলকাতা, ১৫ ডিসেম্বরঃ কলকাতাবাসী দুর্গা পুজো ছাড়াও আরও একটা উৎসবের অপেক্ষায় থাকেন সারাবছর। তা হল চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) উদ্বোধনী অনুষ্ঠানে বসতে চলেছে চাঁদের হাট।
১৫ ডিসেম্বর নেতাজী ইন্ডর স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে ২৮’তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান (Kolkata International Film Festival 2022)। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলি পাড়ায় স্বনামধন্য তারকারা। সস্ত্রীক অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), শাহরুখ খান (Shah Rukh Khan), অরিজিৎ সিং (Arijit Singh), শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট এছাড়াও থাকছেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে থাকছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। সকল অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বিগত দুই বছর করোনা অতিমারির জেরে চলচ্চিত্র উৎসবে (KIFF 2022) জাঁকজমক রাখতে পারেনি রাজ্য সরকার। তাই দুই বছরের হিসাব চলতি বছরে মিটিয়ে নিতে চাইছেন মুখ্যমন্ত্রী (West Bengal CM)। বৃহস্পতিবার দুপুরেই কলকাতা এসে পৌঁছানোর কথা রয়েছে মুম্বই তারকাদের।
জানা গিয়েছে, ২৮’তম চলচ্চিত্র (28th Kolkata International Film Festival 2022) উৎসবে বিশেষ সম্মান জানানো হবে বিগ বি’কে। তাঁর প্রতি সম্মান জানিয়ে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসাবে দেখানো হবে হৃষীকেশ মুখার্জি পরিচালিত ছবি ‘অভিমান’ (Abhimaan- 1973)। ছবিতে অমিতাভ বচ্চনের পাশাপাশি অভিনয় করেছিলেন জয়া বচ্চনও (Jaya Bachchan)। এছাড়াও এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে মোট ৪২ টি দেশের ১৮৩ টি ছবি দেখানো হবে। ২২ ডিসেম্বর অবধি চলবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)