Katrina Kaif's Mother Reply: রণবীরের প্রাক্তনদের নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট, নীতু কাপুরকে মোক্ষম জবাব ক্যাটরিনার মায়ের

কানাঘুষো শোনা যেত যে, রণবীরের পূর্বের কোন প্রেমিকাকেই বৌমা হিসাবে মনে ধরেনি মা নীতু কাপুরের। আর সেই কারণেই নাকি ছেলে একে একে তাঁর প্রেমিকাদের বিদায় জানিয়েছিলেন।

Katrina Kaif, Suzanne Turquotte, Ranbir Kapoor, Neetu Kapoor (Photo Credits: Instagram)

মুম্বই, ১১ এপ্রিলঃ রণবীরের প্রাক্তনদের নিয়ে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেতার মা নীতু কাপুর (Neetu Kapoor)। যে পোস্টে উল্লেখ করা ছিল, ‘সে তোমার সঙ্গে ৭ বছর সম্পর্কে রয়েছে মানে এই নয়, যে সে তোমায় বিয়ে করবে। আমার কাকা ৬ বছর মেডিক্যাল নিয়ে পড়াশুনা করেছেন, কিন্তু এখন তিনি ডিজে’। বর্ষীয়ান অভিনেত্রীর এই পোস্ট ঘিরে বেশ জল্পনা তৈরি হয়েছিল নেটপাড়ায়। তবে সেই পোস্টের এবার জবাব দিলেন ক্যাটরিনা কাইফের মা (Katrina Kaif's Mother Suzanne Turquotte)।

বলিউড অন্দরমহল হোক কিংবা ভক্তমহল সকলেরই জানা আলিয়া ভাটের (Alia Bhatt) সঙ্গে বিবাহের পূর্বে বলিউডের বহু অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। সোনাম কাপুর (Sonam Kapoor), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) প্রমুখ সুন্দরী নায়িকারা ছিলেন রণবীরের প্রাক্তনীর তালিকায়। কিন্তু একে একে সকলকে বিদায় জানিয়ে গত বছর অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা। সদ্য বাবাও হয়েছেন তিনি।

কিন্তু বলি পাড়ায় একসময়ে কানাঘুষো শোনা যেত যে, রণবীরের পূর্বের কোন প্রেমিকাকেই বৌমা হিসাবে মনে ধরেনি মা নীতু কাপুরের। আর সেই কারণেই নাকি ছেলে একে একে তাঁর প্রেমিকাদের বিদায় জানিয়েছিলেন।

তবে রণবীরের (Ranbir Kapoor) প্রাক্তন প্রেমিকাদের নিয়ে নীতু কাপুরের ইঙ্গিতপূর্ণ পোস্টের মোক্ষম জবাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা কাইফের মা (Katrina Kaif's Mother Reply)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে তিনি লিখলেন, ‘দ্বাররক্ষী এবং মালিক উভয়কে একই সম্মান দেওয়ার শিক্ষায় আমি বড় হয়েছি’। ক্যাটরিনার কাইফের মা সুজেনের এই প্রত্যুতর পোস্ট শেয়ারের পর থেকেই নেটপাড়ায় আবার শোরগোল। ‘মোক্ষম জবাব’ বলে মন্তব্য নেটাগরিকদের।



@endif