Bipasha Basu: বিয়ের ৬ বছর পর মা হচ্ছেন বিপাশা বসু? জোর গুঞ্জন

Bipasha Basu and Karan Singh Grover (Photo Credit: Instagram)

মুম্বই, ২৯ জুলাই: মা হচ্ছেন বিপাশা বসু (Bipasha Basu )। বর্তামানে অন্তঃসত্ত্বা বলিউডের বাঙালি কন্যা। পিঙ্কভিলার খবর অনুযায়ী, বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার তাঁদের প্রথমে সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যে খবর প্রকাশ্যে আসতেই খুশিতে উচ্ছ্বল অভিনেত্রীর অসংখ্য অনুরাগী। বিয়ের ৬ বছর পর এবার অনুরাগীদের সঙ্গে খুশির খবর শেয়ার করে নেবেন বিপাশা-করণ। শিগগিরই বলিউডের এই জনপ্রিয় জুটি খুশির খবর প্রকাশ করবেন। বিষয়টি নিয়ে বিপাশা এবং করণ এই মুহূর্তে মুখ না খুলেও, তাঁদের ঘনিষ্ঠ সূত্রের তরফে মিলছে মিলছে এমন খবর।

 

 

 

View this post on Instagram

 

বর্তমানে অন্তঃসত্ত্বা সোনম কাপুর। লন্ডনে সম্প্রতি তাঁর বেবি শাওয়ারের অনুষ্ঠানও হয়ে যায়। লন্ডনে বেবি শাওয়ারের পর সোনম এবং আনন্দ মুম্বইতে ফেরেন। অনিল কাপুরের বাড়িতে সোনমের সাধের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে করোনার বাড়বাড়ন্তিতে সেই অনুষ্ঠান পারিবারিকভাবেই সম্পন্ন করা হয়।

আরও পড়ুন: Arpita Mukherjee: স্বাস্থ্য পরীক্ষার আগে হাসপাতালে প্রবেশের সময় কেঁদে ফেললেন অর্পিতা মুখোপাধ্যায়

সোনমের পর এবং ফের অন্তঃসত্ত্বা বলিউডের আরও এক নায়িকা।