Karan Deol Wedding: প্রেমিকা দিশায় সঙ্গে গাঁটছড়া বাঁধলেন করণ, নবদম্পতির ছবিতে ভরে উঠল নেটপাড়া
রবিবার সাত পাক ঘুরেছেন করণ দেওল এবং দিশা আচার্য। নব বধু সেজে উঠেছিলেন লাল জমকালো ল্যাহেঙ্গায়। আর বরের পরনে ঘিয়ে রঙের শেরওয়ানি।
মুম্বই, ১৮ জুনঃ গাঁটছড়া বাঁধলেন বলিউড অভিনেতা সানি দেওলের (Sunny Deol) জ্যেষ্ঠ পুত্র করণ দেওল (Karan Deol Wedding)। রবিবার ১৮ জুন পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে করণ এবং দিশার বিয়ের অনুষ্ঠান। যুগলের বিয়ের অনুষ্ঠানে অতিথি তালিকায় ছিল দুই পরিবার, আত্মীয় পরিজন এবং তাঁদের কাছের বন্ধু বান্ধব।
রবিবার সাত পাক ঘুরেছেন করণ দেওল এবং দিশা আচার্য। নব বধু সেজে উঠেছিলেন লাল জমকালো ল্যাহেঙ্গায়। আর বরের পরনে ঘিয়ে রঙের শেরওয়ানি।
করণ-দিশার বিবাহ সম্পন্ন...
১৫, ১৬ এবং ১৭ জুন তিন দিন ধরে চলেছে হবু দম্পতির সঙ্গীত, মেহেন্দি এবং গায়ে হলুদের অনুষ্ঠান। করণের জন্যে এক অভিনব সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন দেওল পরিবার। যেখানে দাদু ধর্মেন্দ্রকে নাচতে দেখা গিয়েছিল কালজয়ী ছবি 'ইয়ামলা পাগলা দিওয়ানা'র গানে।
বাবা সানি দেওল (Sunny Deol) ধরা দিয়েছিলেন তাঁর আইকনিক চরিত্র তারা সিং অবতারে।
দীর্ঘ দিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন করণ এবং দিশা। অবশেষে বিয়ের সিদ্ধান্তে আসেন যুগল। দুই পরিবারের উপস্থিতিতে গাঁটছড়া বেঁধে প্রেমিক-প্রেমিকা থেকে পাকাপাকি ভাবে দম্পতি হলেন করণ-দিশা। জানা গিয়েছে, ১৮ জুন সন্ধ্যাবেলা করণ-দিশার রিসেপশন পার্টির আয়োজন করেছেন দেওল পরিবার। যেখানে অতিথি তালিকায় রয়েছেন বলিউড তারকারা।