Kangana Ranaut: স্মিথ সংঘের সদস্য? তাঁর মতোই বিগড়ে যাওয়া মানুষ, অস্কার মঞ্চে চড় প্রসঙ্গে মন্তব্য কঙ্গনার
কঙ্গনা নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্মিথের বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। স্মিথের ছবির সঙ্গে নিজের তুলনা টেনে কঙ্গনা বলেন, বলিউড অভিনেতা তাঁর মতোই সংঘের সদস্য অর্থাৎ সংঘি। স্মিথও তাঁর মতো রকচটা, বিগড়ানো মানুষ বলে মন্তব্য করেন বলিউড নায়িকা।
মুম্বই, ৩০ মার্চ: অস্কারের (Oscar) মঞ্চে স্ট্যান্ডআপ কমেডিয়ান ক্রিস রককে চড় মারেন উইল স্মিথ (Will Smith)। স্ত্রী জুডা পিঙ্কেটকে নিয়ে ক্রিস মশকরা করায় চোটে যান স্মিথ। অনুষ্ঠান চলাকালীন এরপর সোজা মঞ্চে উঠে ক্রিস রককে কষিয়ে থাপ্পড় মারেন স্মিথ। অস্কারের মঞ্চে এহেন ঘটনায় গোটা বিশ্ব জুড়ে জল্পনা শুরু হয়ে যায়। ক্রিসকে স্মিথের চড় নিয়ে গোটা বিশ্বের সাধারণ মানুষ তো বটেই, তারকারাও মুখ খুলতে শুরু করেছেন। স্মিথের চড় প্রসঙ্গে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।
আরও পড়ুন: Nawazuddin Siddiqui: গাড়ি নেই, লোকাল ট্রেনে চেপে যাচ্ছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, দেখুন ভিডিয়ো
কঙ্গনা নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্মিথের বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। স্মিথের ছবির সঙ্গে নিজের তুলনা টেনে কঙ্গনা বলেন, বলিউড অভিনেতা তাঁর মতোই সংঘের সদস্য অর্থাৎ সংঘি। স্মিথও তাঁর মতো রগচটা, বিগড়ানো মানুষ বলে মন্তব্য করেন বলিউড নায়িকা। দেখুন...
প্রসঙ্গত অস্কারের মঞ্চে ক্রিস রককে চড় মারলেও, কৌতুকশিল্পী এ নিয়ে পালটা কোনও মন্ত্বয করেননি। এমনকী, অনুষ্ঠান সঞ্চালনাও বন্ধ করেননি। হাসি মুখে গোটা বিষয়টিকে মানিয়ে নিয়ে কাজ চালিয়ে গিয়েছেন। যা নিয়ে বিশ্ব জুড়ে জল্পনা শুরু হয়ে যায়।