Janhvi Kapoor: ভ্যালেন্টাইনস ডে-তে জাহ্নবীর কাছকাছি নতুন সঙ্গী, বুকে জড়িয়ে শেয়ার করলেন ছবি
মুম্বই, ১৫ ফেব্রুয়ারিঃ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day 2023) উপলক্ষ্যে নিজের মনের মানুষের সঙ্গে প্রেম উদযাপন করেছেন সকলেই। যদিও প্রেমের নির্দিষ্ট কোন দিন হয় কি! দুজন মানুষের মধ্যে ভরপুর ভালোবাসা থাকলে প্রতিটা দিনই তাঁদের কাছে প্রেমের দিন, ভালোবাসার দিন, প্রেম যাবনের দিন। তবে ওই যে নিজের কাছের মানুষকে একটু স্পেশাল অনুভব করানোর জন্যে ভ্যালেন্টাইনস ডে যাপন করে থাকেন অনেকেই। তারকা হোক কিংবা সাধারণ মানুষ প্রেম বিলাসী তো সকলেই।
আরও পড়ুনঃ দূরে থেকেও কাছাকাছি, ভরা মঞ্চে দাঁড়িয়ে আলিয়াকে প্রেম দিবসের শুভেচ্ছা রণবীরের
প্রেম দিবসে অভিনেত্রী জাহ্নবী কাপুরকে (Janhvi Kapoor) দেখা গেল নিজের ‘ভ্যালেন্টাইন’ এর সঙ্গে। নাহ! আর রাখঢাক নয়। এবার প্রকাশ্যেই ভ্যালেন্টাইনস ডে উদযাপন করলেন অভিনেত্রীর। ছবি শেয়ার করলেন নিজের ভ্যালেন্টাইনের সঙ্গে। কোন ছবিতে জাহ্নবী তাকে বুকে জড়িয়ে রেখেছেন। তো আবার কোন ছবিতে আদর করে ঠোঁটে ঠোঁট বুলিয়ে চুমুও দিলেন।
জাহ্নবীর ভ্যালেন্টাইনস ডেঃ
তবে জাহ্নবীর ভ্যালেন্টাইন কোন মানুষ নয়। বরং এক ছোট্ট চারপেয়ে। একরত্তি পোষ্যের সঙ্গে ছবি শেয়ার করে নায়িকা (Janhvi Kapoor) লিখেছেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে’।
কাজের প্রসঙ্গে, শোনা যাচ্ছে বলিউডের পর এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। বছর পাঁচেক আগে 'ধড়ক' (Dhadak) ছবি দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন তিনি। একে একে বহু ছবিতে কাজ করে ফেললেও তাঁর চলচ্চিত্র কেরিয়ার এখনও তেমন জ্বলজ্বলে নয়। কারণ তাঁর অধিকাংশ ছবিই ফ্লপ। তাই কানাঘুষো খবর, দক্ষিণের ছবিতে কাজ করে বলিউড থেকে কটাদিন দূরেই থাকতে চাইছেন জাহ্নবী। দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর (Jr NTR) এর সঙ্গে পর্দা ভাগ করে নিতে চলেছে বনি কাপুরের (Boney Kapoor) মেয়ে জাহ্নবী।