'Boycott Bollywood' Trend On IC814: পর্দায় কান্দাহার-কাণ্ডে জড়িতদের নাম ভোলা, শঙ্কর কেন? 'IC814' ওয়েব সিরিজ মুক্তির পর ফের 'বয়কট বলিউডের' ডাক
কান্দাহার বিমান অপহরণের এক বছর পর কেন্দ্রীয় সরকারের তরফে অপহরণকারীদের নাম প্রকাশ করা হয়। সেখানেই ইব্রাহিম আখতার, শাহিদ আখতার, সানি আহমেদ, জরুর মিস্ত্রি এবং শাকিরদের নাম প্রকাশ্যে আসে।
মুম্বই, ২ সেপ্টেম্বর: IC814 নামে বিমান অপহরণ-কাণ্ডে যারা জড়িত ছিল, তাদের নামের সঙ্গে শঙ্কর, ভোলা-র কোনও মিল নেই। কেন কান্দাহার বিমান অপহরণ-কাণ্ড (Kandahar Hijack) নিয়ে তৈরি ওয়েব সিরিজে দুজনের নাম শঙ্কর এবং ভোলা রাখা হল, তা নিয়ে প্রশ্নের মুখে পড়ে অনুভব সিনহার (Anubhav Sinha) সৃষ্টি। যার জেরে ফের 'বয়কট বলিউড' ট্রেন্ড করতে শুরু করে সামাজিক মাধ্যমে। IC814 বিমানে ১৯৯৯ সালে যে অপহরণকারীরা ছিল,তাদের নাম ইব্রাহিম আখতার, শাহিদ আখতার, সানি আহমেদ, জরুর মিস্ত্রি এবং শাকির। অনুভবের তৈরি ওয়েব সিরিজে কেন ২ অপহরণকারীর নাম শঙ্কর এবং ভোলা রাখা হল,তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপরই 'বয়কট বলিউড' ট্রেন্ড শুরু হয়। প্রসঙ্গত অনুভব সিনহার ওই ওয়েব সিরিজ নেটফ্লিক্সিে মুক্তি পাওয়ার পর সমন পাঠানো হয় কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফে। নেটফ্লিক্সের (Netflix) কনটেন্ট হেডকে সমন পাঠায় কেন্দ্রীয় সরকার। যা নিয়ে ফের জোর চর্চা শুরু হয়।
আরও পড়ুন: Netflix: কান্দাহার বিমান অপহরণের প্রেক্ষাপটে 'IC814' ওয়েব সিরিজ, কেন্দ্রের সমন নেটফ্লিক্সকে
প্রসঙ্গত কান্দাহার বিমান অপহরণের এক বছর পর কেন্দ্রীয় সরকারের তরফে অপহরণকারীদের নাম প্রকাশ করা হয়। সেখানেই ইব্রাহিম আখতার, শাহিদ আখতার, সানি আহমেদ, জরুর মিস্ত্রি এবং শাকিরদের নাম প্রকাশ্যে আসে।
এদিকে নেটফ্লিক্সের ওয়েব সিরিজে অপহরণকারীদের নাম করা হয়েছে চিফ, ডক্টর, বার্গার, ভোলা এবং শঙ্কর। আর এখানেই আপত্তি নেটিজেনদের একাংশের। কেন শঙ্কর এবং ভোলা করা হল অপহরণকারীদের নাম, তা নিয়ে ঝড় তুলতে শুরু করেন নেটিজেনদের একাংশ।