Hema Malini Birthday: ড্রিম গার্লের ৭৫ বছরের জন্মদিন, বলিউডের আরও এক তারকাখচিত সন্ধ্যা

সলমন খান, রেখা, বিদ্যা বালন, মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, জয়া বচ্চন, রানি মুখার্জি, রবিনা টন্ডন, আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও সহ আরও অনেকের দেখা মিলেছে হেমা মালিনীর জন্মদিনের পার্টিতে।

Hema Malini Birthday (Photo Credits: X)

মুম্বই, ১৭ অক্টোবরঃ তারকাখচিত আরও এক সন্ধ্যে। বলিউডের ড্রিম গার্লের জন্মদিন বলে কথা। ইন্ডাস্ট্রিতে সুদীর্ঘ বছর কাটিয়েছেন তিনি। উপহার দিয়েছেন একের এক হিট ছবি এবং চরিত্র। গতকাল সোমবার ছিল বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনীর জন্মদিন (Hema Malini Birthday)। এদিন ৭৫ বছরে পা দিয়েছেন ধর্মেন্দ্র (Dharmendra) পত্নী। তাই ধুমধাম করে বার্থ ডে পার্টির আয়োজন করা হয়েছিল এদিন। সলমন খান (Salman Khan), রেখা (Rekha), বিদ্যা বালন (Vidya Balan), মাধুরী দীক্ষিত (Madhuri Dixit), জুহি চাওলা, জয়া বচ্চন, রানি মুখার্জি, রবিনা টন্ডন, আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana), রাজকুমার রাও (Rajkumar Rao) সহ আরও অনেকের দেখা মিলেছে হেমা মালিনীর জন্মদিনের পার্টিতে।

দুই মেয়ে ইশা দেওল, আহানা দেওল এবং স্বামী ধর্মেন্দ্রকে সঙ্গে নিয়ে এদিন কেক কেটেছেন বার্থ ডে গার্ল (Hema Malini Birthday)। অভিনেত্রীর পরনে ছিল পিচ রঙের ডিজাইনার শাড়ি। গলায় নেকপিস তার সঙ্গে হাতে এবং কানের সেট। এদিন ৭৫ বছরের হেমা আবারও যেন ড্রিম গার্ল রূপেই ধরা দিয়েছেন।

কেক কাটছেন অভিনেত্রী... 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

 

View this post on Instagram

 

A post shared by yogen shah (@yogenshah_s)

 

View this post on Instagram

 

A post shared by yogen shah (@yogenshah_s)

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

 

View this post on Instagram

 

A post shared by yogen shah (@yogenshah_s)

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)