Happy Birthday Alia Bhatt: রাহার সঙ্গে প্রথম জন্মদিন আলিয়ার, কত বছরে পা দিলেন নায়িকা? দেখে বোঝার উপায় নেই

কারণ আলিয়াকে (Alia Bhatt) দেখে কোন প্রকারেই বোঝার উপায় নেই তাঁর বয়সের গণ্ডি। নায়িকার টানটান রূপ, গ্ল্যামর, জেল্লা সব কিছুই তাঁর বয়সকে পিছনে ফেলে দিয়েছে।

Alia Bhatt (Photo Credits: Facebook)

মুম্বই, ১৫ মার্চঃ মা হওয়ার পর প্রথম জন্মদিন অভিনেত্রী আলিয়া ভাটের (Happy Birthday Alia Bhatt)।  স্বাভাবিকভাবেই অন্যান্য বছরের তুলনাই এই বছরের জন্মদিন নায়িকার কাছে অনেক বেশি স্মরণীয়। আজ ১৫ মার্চ বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম এক নায়িকা আলিয়া ভাটের জন্মদিন। চলতি বছরে নায়িকা তাঁর কততম জন্মদিন পালন করতে চলেছে জানেন?

এই প্রশ্নের উত্তর জানলে আপনি নিঃসন্দেহে অবাক হবেন। কারণ আলিয়াকে (Alia Bhatt) দেখে কোন প্রকারেই বোঝার উপায় নেই তাঁর বয়সের গণ্ডি। নায়িকার টানটান রূপ, গ্ল্যামর, জেল্লা সব কিছুই তাঁর বয়সকে পিছনে ফেলে দিয়েছে। তবে জানিয়ে রাখা ভালো চলতি বছরে আলিয়া ভাট ৩০ বছরে পা দিলেন। স্বামী রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং কন্যা রাহার (Raha) সঙ্গে এটি তাঁর প্রথম জন্মদিন। একজন স্ত্রী এবং একজন মায়ের পরিচয়ে ৩০’তম জন্মদিন পালন করতে চলেছেন রণবীর ঘরনি (Happy Birthday Alia Bhatt)।

১৪ এপ্রিল একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে চার হাত এক হয়েছিল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের (Ranbir Kapoor and Alia Bhatt)। দুই পরিবার এবং ইন্ডাস্ট্রির কিছু কাছের মানুষদের উপস্থিতিতে সাতপাকে আবদ্ধ হন তারকা যুগল। বিয়ের কয়েক মাসের মধ্যেই মা হওয়ার খুশির সংবাদ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন আলিয়া। এরপর সেই বিশেষ মুহূর্তে যার অপেক্ষায় ছিলেন গোটা কাপুর এবং ভাট পরিবার। ৬ নভেম্বর রণবীর এবং আলিয়ার কোল আলো করে আসে তাঁদের কন্যা সন্তান রাহা (Raha)।

দক্ষ অভিনেত্রীর পাশাপাশি আলিয়া (Alia Bhatt) একজন দায়িত্বশীল মাও বটে। তাই মেয়ের জন্মের পর থেকে তাঁকে এক মুহূর্তের জন্যেও কাছ ছাড়া করেননি তিনি। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে নায়িকা তাঁর শুটিংয়ের কাজে ফিরেছেন ঠিকই। কিন্তু শুটিংয়ের স্বার্থে যখনই তাঁকে শহর ছাড়তে হয়েছে সঙ্গে মেয়েকে তিনি নিয়ে গিয়েছেন। দিন কয়েক আগেই করণ জোহারের (Karan Johar) পরিচালিত রকি অউর রানী কি প্রেম কাহানীর (Rocky Aur Rani Ki Prem Kahani) ছবির শুটিংয়ের জন্যে কাশ্মীর যেতে হয়েছিল আলিয়াকে। সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাঁর মেয়েকে। এবার তিনি তাঁর হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’এর (Heart Of Stone) জন্যে লন্ডন (London) উড়ে গেলেন। সেখানেও তিনি মেয়ে এবং স্বামীকে উড়িয়ে নিয়ে গিয়েছেন তিনি।