Gadar 2: অস্কারে যাবে 'যোগ্য' ছবি গদর টু, জানালেন পরিচালক

এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে পরিচালক অনিল শর্মা গদর টু-কে অস্কারে পাঠানোর পরিকল্পনা ব্যক্ত করেন। অনিল শর্মা জানান, গত ৪০ বছর ধরে তিনি সিনেমা জগতে রয়েছে। কোনও পুরস্কার তিনি পাননি। তাই এবার পুরস্কার পেলে ভাল লাগবে বলেও গদর টু-এর পরিচালকের গলায় আশার বাণী শোনা যায়।

Gadar 2 (Photo Credit: Instagram)

মুম্বই, ১ সেপ্টেম্বর: গদর টু যাতে অস্কারে যায়, সেই আবেদন করা হবে। এবার এমন জানান পরিচালক অনিল শর্মা। পরিচালক বলেন, গদর টু-কে যাতে অস্কারে পাঠানো হয়, অনেকে ফোন করে তাঁদের আবেদন করছেন। গদর টু অস্কার পাওয়ার যোগ্য। সেই কারণে তাঁরা আবেদন করবেন বলে জানান পরিচালক। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে পরিচালক অনিল শর্মা গদর টু-কে অস্কারে পাঠানোর পরিকল্পনা ব্যক্ত করেন। অনিল শর্মা জানান, গত ৪০ বছর ধরে তিনি সিনেমা জগতে রয়েছে। কোনও পুরস্কার তিনি পাননি। তাই এবার পুরস্কার পেলে ভাল লাগবে বলেও গদর টু-এর পরিচালকের গলায় আশার বাণী শোনা যায়। গত ৪০ বছর তিনি কোনও লবিতে নেই। তাই পুরস্কারও তাঁর ঝুলিতে জমা হয়নি বলে দাবি করেন অনিল শর্মা।

এসবের পাশাপাশি গদর এক প্রেম কথার গল্পও অন্যরকম ছিল বলে জানান পরিচালক।