Sana Khan Baby Boy : প্রাক্তন অভিনেতা সানা খান মা হলেন, একটি সুন্দর পোস্টের মাধ্যমে জানালেন নিজেই

সোশ্যাল মিডিয়াতে পুত্র সন্তান (Baby Boy) জন্মের কথা তিনি নিজেই জানিয়েছেন।

Former actress Sana Khan

নয়াদিল্লি : প্রাক্তন অভিনেতা সানা খান (Former actress Sana Khan) কয়েক মাস আগে জানিয়েছিলেন তিনি মা হতে চলেছেন। আজ তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে পুত্র সন্তান (Baby Boy) জন্মের কথা তিনি নিজেই জানিয়েছেন।

সানা খান এবং মুফতি আনাস ২০২০ সালে ২১ নভেম্বর সুরাটে গাঁটছড়া বাঁধেন। আজ তাঁদের সন্তান জন্মের কথা সোশ্যাল মিডিয়াতে একটি অ্যানিমেটেড ভিডিয়োর মাধ্যমে শেয়ার করেছেন। তাতে লেখা, "বিসমিল্লাহ ইর-রহমান ইর-রহিম আসসালামু আলাইকুম, আল্লাহ তালা নে মুকাদ্দার মাইলিখা ফির উসকো পুরা কিয়া অর আসান কিয়া অর জব আল্লাহ দেতা হ্যায় তো খুশ অর মুসাররাতকে সাথ দিতে হ্যায়। তো আল্লাহ তালা নে হামে বেটা দিয়া।"

উল্লেখ্য, সানা খান একজন প্রাক্তন টেলিভিশন অভিনেত্রী, তিনি বেশ কয়েকটি রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন, ডেইলি সোপ করেছিলেন এবং বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করেছিলেন। ২০২০ সালে ৮ অক্টোবর সানা শিল্প জগত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। তিনি জয় হো, ওয়াজাহ তুম হো, টয়লেট: এক প্রেম কথা এবং আরও অনেক হিট ছবিও করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Saiyad Sana Khan (@sanakhaan21)