Fardeen Khan: বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই স্ত্রী-সন্তানদের নিয়ে শপিংয়ে ফারদিন, সবটাই রটনা!

বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল ফারদিন এবং নাতাশার ১৮ বছরের দাম্পত্যে ছেদ পড়তে চলেছে। বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তাঁরা। কিন্তু সেই সমস্ত গুঞ্জন হাওয়ায় উড়িয়ে দিয়ে এদিন সপরিবারে হাসিমুখে ধরা দিলেন ফারদিন।

Fardeen Khan with Family (Photo Credits: Instagram)

মুম্বই, ১২ অগাস্টঃ বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই স্ত্রীয়ের সঙ্গে ক্যামেরাবন্দি হলেন বলি অভিনেতা ফারদিন খান (Fardeen Khan)। শুক্রবার স্ত্রী নাতাশা মাধবানি এবং দুই ছেলে মেয়েকে নিয়ে শপিংয়ে গিয়েছিলেন অভিনেতা (Fardeen Khan and Wife Natasha Madhwani)। কেনাকাটা সেরে বেরনোর সময়ে মুম্বইয়ের ছবি শিকারিদের ক্যামেরাবন্দি হয়েছেন দম্পতি। বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল ফারদিন এবং নাতাশার ১৮ বছরের দাম্পত্যে ছেদ পড়তে চলেছে। বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তাঁরা। কিন্তু সেই সমস্ত গুঞ্জন হাওয়ায় উড়িয়ে দিয়ে এদিন সপরিবারে হাসিমুখে ধরা দিলেন ফারদিন (Fardeen Khan)।

আরও পড়ুনঃ খুদে ছেলেকে নিয়ে শুটিং ফ্লোরে নুসরত, প্রথমবার ঈশানের ছবি শেয়ার করলেন নায়িকা

এক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট মারফত জানা গিয়েছিল, বৈবাহিক সম্পর্কে অশান্তির জেরে এক বছরের বেশি সময় ধরে আলাদা থাকছিলেন ফারদিন এবং নাতাশা  (Fardeen Khan and Wife Natasha Madhwani)। শেষমেশ তাঁরা আইনিভাবে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মাকে নিয়ে মুম্বইয়ে (Mumbai) থাকছিলেন অভিনেতা (Fardeen Khan)। অন্যদিকে স্ত্রী নাতাশা লন্ডনে ছিলেন তাঁদের দুই ছেলে মেয়েকে নিয়ে। যদিও সেই সময়ে বিবাহবিচ্ছেদের বিষয়ে দম্পতির কেউই কোন আনুষ্ঠানিক ঘোষণা করেননি। সবটাই ছিল রটনা।

বিচ্ছেদের গুঞ্জনের মাঝে সপরিবারে ফারদিন খান...

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

তবে বিচ্ছেদের সেই গুঞ্জন যে একেবারে ভুয়ো তা এদিন বুঝিয়ে দিলেন 'নো এন্ট্রি' অভিনেতা।



@endif