Emraan Hashmi Birthday: আশিক বানায়া থেকে হালে দিল, ইমরান জাদুতে 'লুট গায়ে' ভক্তকুল

Emraan Hashmi Birthday

মুম্বই, ২৪ মার্চঃ বলিউড ইন্ডাস্ট্রিতে ইমরান হাশমিকে (Emraan Hashmi) নিয়ে এক আলাদা উন্মাদনা রয়েছে। নব্বই দশকের ছেলে মেয়েদের কাছে ইমরান হাশমি ছিলেন প্রাপ্তবয়স্ক ছবির একজন হ্যান্ডসম হিরো। বাবা-মাকে লুকিয়ে চুরিয়ে তবেই দেখতে হত তাঁর সিনেমা। তাঁকে বলিউডের রোমান্স কিং বললেও হয়তো কম বলা হবে। পর্দায় ইমরান হাশমির রোম্যান্টিক মুহূর্তের সাক্ষী থেকেই কতশত ছেলে মেয়ে তাঁদের যৌবনে পা রেখেছেন। তাই নব্বইয়ের দশকের সেই সকল ছেলে মেয়েদের কাছে ইমরান হাশমি কেবল একজন হিরো নন বরং ইমোশন।

আজ ২৪ মার্চ অভিনেতার জন্মদি (Emraan Hashmi Birthday)। ২০০৩ সালে বিপাশা বসুর (Bipasha Basu) বিপরীতে ‘ফুটপাত’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু তাঁর। এরপর মার্ডার (Murder), আশিক বানায়া আপনে (Aashiq Banaya Aapne), জান্নাত (Jannat), রাজ (Raaz) একের পর এক বলিউডে ইমরান হাশমির হিট। প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড় আর বক্স অফিসে ইমরানের লক্ষ্মীলাভ।

শুক্রবার অভিনেতার ৪৪’তম জন্মদিন উপলক্ষ্যে ইমরান হশমির (Emraan Hashmi Birthday) পুরনো সেই সমস্ত রোম্যান্টিক গানে ফিরে দেখা যাক যা আজও দর্শকের গায়ে কাঁটা ধরাতে সক্ষম।

আশিক বানায়া আপনে (Aashiq Banaya Aapne)

২০০৫ সালের ছবি আশিক বানায়া আপনের গান যেন আজও সেদিনের মতই তরতাজা দর্শকদের মনে। ছবিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেছিলেন তনুশ্রী দত্ত।

ভিগে হোট তেরে (Bheege Hont Tere)

২০০৪ সালে মার্ডার ছবির গান ভিগে হোট তেরে। অভিনয়ে ইমরান হাশমি এবং মল্লিকা শেহরাবত।

হালে দিল (Haal-E-Dil)

মার্ডার টু (Murder 2) ছবির গান হালে দিল। অভিনয়ে ইমরান হাশমি এবং জ্যাকলিন ফার্নান্ডিজ।

বলিউডের রোমান্স কিং ঘনারা থেকে বেরিয়ে মিউজিক ভিডিয়োতেও একঘর ইমরান।

ম্যায় রাহু ইয়া না রাহু (Main Rahoon Ya Na Rahoon)

লুট গায়ে (Lut Gaye)

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now