Divya Agarwal: জন্মদিনে প্রেমিকের থেকে বিয়ের প্রস্তাব পেলেন দিব্যা, পরালেন আংটি

মুম্বই, ৬ ডিসেম্বরঃ জন্মদিনের বিশেষ মুহূর্তেই দিব্যা আগওয়ালের (Divya Arawal) হাতে আংটি পরালেন প্রেমিক অপূর্ব। গতকাল টেলিভিশন তারকা তাঁর ৩০’তম জন্মদিন পার্টির আয়োজন করেছিলেন। উপস্থিত ছিল মিডিয়া থেকে শুরু করে কাছের বন্ধুবান্ধর। ভরা মঞ্চেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন প্রেমিক অপূর্ব পাদগাঅঙ্কর (Apurva Padgaonkar)। পরিয়ে দিলেন আংটি। আনন্দে একেবারে আত্মহারা দিব্যা। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন জীবনের বিশেষ মুহূর্তটা। প্রাক্তন প্রেমিক বরুণ সুদকে (Varun Sood) ভুলে নতুন জীবনে পা বাড়াতে চলেছেন বিগ বস ওটিটি বিজেতা দিব্যা আগরওয়াল (Bigg Boss OTT Winner)।

দেখুন ছবিঃ

 

View this post on Instagram

 

A post shared by Divya AmarSanjay Agarwal (@divyaagarwal_official)

কয়েক মাস আগেই বরুণ সুদের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছিলেন দিব্যা। তবে সম্পর্ক ভাঙার জন্যে জুটির কেউই কাউকে দায় করেননি। বরুন-দিব্যার প্রেম ভেঙে যাওয়ায় মন ভেঙেছিল তাদের ভক্তদের। জুটিকে সারাক্ষণ একে অপরের সঙ্গে মাখো মাখো প্রেমে দেখা যেত। তবে বরুণের পূর্বে প্রিয়াঙ্ক শর্মার সঙ্গেও দিব্যার প্রেম বেশ চর্চায় ছিল।



@endif