Rose Day 2023: রোজ ডে-তে হাতে গোলাপ আর সঙ্গে বেজে উঠুক বলিউডের এই গানগুলো
Rose Day 2023: শুরু হয়ে গেল প্রেমের মরসুম। ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভ্যালেন্টাইন সপ্তাহ (Valentine Week)। নিজের মনের মানুষের থেকে মনের কথা আর চেপে রাখবেন না। মনের মানুষের কাছে মনে চেপে রাখা সকল অনুভূতি ব্যক্ত করার এটাই যে মোক্ষম সময়।
আরও পড়ুনঃ গোলাপের সুবাসের মতোই রোজ ডে-তে নেটপাড়া ভোরে উঠল মজার মিমে
প্রেমের শুরুতেই গোপাল দিয়ে হোক প্রেম নিবেদন। রোজ ডে’র পর প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে পার পড়ে সব শেষে আসে ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে (Valentine’s Day 2023)। ৭ ফেব্রুয়ারি রোজ ডে (Rose Day 2023) উপলক্ষ্যে নিজের প্রেমিক অথবা প্রেমিকাকে বলিউডের এই গান গুলো শুনিয়েই প্রেম নিবেদন করতে পারেন। বলিউডের সঙ্গে প্রেমের এক নিবিড় যোগ রয়েছে, তা সকলেরই জানা। তাই রোজ ডে-তে হাতে গোলাপ আর সঙ্গে বেজে উঠুক বলিউডের এই গানগুলো
ফুল গুলাব কাঃ
গুলাবিঃ
গুলাবি আঁখে জো তেরি দেখিঃ
গুলাবোঃ
এক লাডকি কো দেখা তো এইসা লাগাঃ