বিজেপি সাংসদ হেমা মালিনি ও সানি দেওল পাশাপাশি থাকবেন না, কেন জানেন?

এবারও লোকসভা নির্বাচনে মথুরা কেন্দ্রের জয়ী সাংসদের নাম হেমা মালিনী(Hema Malini)। বি-টাউনের এই ড্রিম গার্লকে এবার পায় কে তিনি একা নন, সৎ ছেলে তথা সানি দেওল-ও বিজেপির টিকিটে জিতে সাংসদ হয়েছেন। তবে দুঃখের বিষয় একই পরিবারের দুজন সংসদে এলেও পাশাপাশি বসছেন না তাঁরা।

ছবিতে হেমা ও সানি(Photo Credit: IANS)

দিল্লি, ২৯ মে:  এবারও লোকসভা নির্বাচনে মথুরা কেন্দ্রের জয়ী সাংসদের নাম হেমা মালিনী(Hema Malini)। বি-টাউনের এই ড্রিম গার্লকে এবার পায় কে তিনি একা নন, সৎ ছেলে তথা সানি দেওল-ও বিজেপির টিকিটে জিতে সাংসদ হয়েছেন। তবে দুঃখের বিষয় একই পরিবারের দুজন সংসদে এলেও পাশাপাশি বসছেন না তাঁরা। সৎ ছেলেকে পাশে নিয়ে বসলে হয়তো তাঁর গ্ল্যামার কোথাও ক্ষুন্ন হতে পারে, সেকারণেই কী সংসদে দূরত্ব বজায় রাখতে চেয়েছেন ড্রিম গার্ল? এমনটা ভাবতে যেমন ক্ষতি নেই, তেমন লাভও কিছু নেই। কেননা, সংসদীয় নিময়ের কারণেই সানি দেওলকে( Sunny Deol) পাশে নিয়ে বসতে পারবেন না হেমা।

এবার লোকসভা নির্বাচনের একেবারে শেষ লগ্নে সানি দেওলকে পাঞ্জাবের গুরদাসপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে বেছে নেয় বিজেপি। শেষে হলেও তুমুল লড়াই দিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন বলিউডের এই অ্যাংরি হিরো। জিতেছেন, সংসদে প্রবেশের অ্যাকসেস কার্ডও সংগ্রহ করেছেন। নিজেও জানেন সৎ মা হেমা মালিনীও দ্বিতীয় বারের মতো জয়ী হয়ে সংসদে প্রবেশ করবেন, কিন্তু মায়ের সঙ্গে নয়, বেশ খানিকটা দূরত্ব রেখে পিছনের সারিতে তাঁকে বসতে হবে। সংসদে সাধারণত স্পিকারের ডানদিকের সারিতে  শাসক দলের সাংসদরা বসেন। ডানদিকের মাঝের লাইনে দ্বিতীয় বা তৃতীয়বার জয়ী হয়ে ফেরা সাংসদদের আসন নির্দিষ্ট থাকে। প্রথম সারিতে বসেন প্রধানমন্ত্রী ও অন্যান্য নেতারা। একেবারে শেষের সারিতে বসেন নবনির্বাচিত সাংসদরা। হেমা মালিনী যেহেতু দ্বিতীয় বারও জিতে ফিরলেন তাই তাঁর আসন মাঝের সারিতে, স্বাভাবিক ভাবেই পিছনের সারিতে বসবেন, সানি দেওল। একইভাবে বিরোধী দলের সাংসদরা বসেন স্পিকারের বাঁদিকের সারিতে। বাঁদিকের প্রথম লাইনে বসবেন বিরোধী দলের নেতা ও ডেপুটি স্পিকার। মাঝের সারিতে অভিজ্ঞ সাংসদরা। নতুনদের আসন শেষের দুই বেঞ্চে। তাই হেমা ও সানির বসা নিয়ে যতই গুঞ্জন ছড়াক না কেন, ব্যক্তিগত সম্পর্কের খাতিরে সেই গুঞ্জন বেশি ডালপালা মেলতে পারবে না। কেন না, সংসদীয় আইন কানুন বি-টাউনের তারকাদের গসিপ অনুসারে নির্ধারিত হয় না।