Bipasha Basu: হার্টে ছিদ্র নিয়ে জন্ম মেয়ের, ৩ মাসে ওপেন হার্ট সার্জারি, দেবীর অসুস্থতার কথা বলতে গিয়ে কান্নায় ভাঙলেন বিপাশা
মেয়ের জন্মের পরে মাথায় আকাশ ভেঙে পড়েছিল তাঁদের। জানতে পারেন সদ্যজাতের হার্টে দুটি ছিদ্র রয়েছে। করাতে হবে ওপেন হার্ট সার্জারি।
মুম্বই, ৬ অগাস্টঃ গত বছরেই মা হয়েছেন বলি অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। ১২ নভেম্বর করণ এবং বিপাশার (Bipasha Basu and Karan Singh Grover) কোল আলো করে এসেছে তাঁদের ছোট্ট দেবী। ন'মাস বয়স এখন তাঁদের সন্তানের। কিন্তু মা-বাবা হওয়ার শুরুর দিনগুলো একেবারেই সহজ ছিল না তারকা দম্পতির কাছে। মেয়ের জন্মের পরে মাথায় আকাশ ভেঙে পড়েছিল তাঁদের। জানতে পারেন সদ্যজাতের হার্টে দুটি ছিদ্র রয়েছে। করাতে হবে ওপেন হার্ট সার্জারি। সম্প্রতি মেয়ের অসুস্থতার কথা প্রকাশ করলেন বিপাশা। নেহা ধুপিয়ার সঙ্গে ইনস্টাগ্রাম লাইনে এসে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী।
লাইভে বিপাশা জানান, দেবীর জন্মের তিন দিন পরে তার হার্টে দুটি ছিদ্র ধরা পড়ে। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট তথা ভিএসডি-তে (VSD) ভুগছিল একরত্তি। তিম মাস বয়সে হয়েছিল ওপেন হার্ট সার্জারি। দুধের শিশুর এমন কঠিন সময়ের কথা বলতে গিয়ে চোখ দিয়ে অঝোরে বেরিয়ে এল জল। বললেন, আর পাঁচজন সাধারণ মা-বাবার মত সহজ ছিল না তাঁদের জীবনটা। সন্তান জন্মের পরে যে খুশি আর আনন্দ উপভোগ করে সকলে তা তাঁরা করতে পারেননি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তাঁদের কেটেছে দুশ্চিন্তার মধ্যে দিয়ে।
নায়িকা জানান, তিন মাস বয়সে দেবীর ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। ছয় ঘণ্টা ধরে চলেছিল অস্ত্রোপচার। অপারেশন রুমের বাইরে প্রতিটা ক্ষণ যেন ঘণ্টার সমান মনে হচ্ছিল। তবে দেবীর অস্ত্রোপচার একেবারে সফল হয়েছে বলেই এদিন ইনস্টাগ্রাম লাইভে জানান বিপাশা। লাইভ চলাকালীন মেয়েকে কোলে নিয়ে আদরও করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।