Ankita Lokhande's Husband Vicky Jain: বসের ঘর থেকে বেরিয়ে একাধিক বান্ধবীর সঙ্গে পার্টি অঙ্কিতার স্বামী ভিকির, দেখুন
২০২১ সালে অঙ্কিতা লোখন্ডের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ভিকি জৈন। ধুমধাম করে বসে বিয়ের আসর। বিয়ের পর গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেন ভিকি এবং অঙ্কিতা। যেখানে বলিউড তারকাদের একাংশকে দেখা যায়।
মুম্বই, ২৫ জানুয়ারি: ফাইনালের আগে বিগ বসের (Bigg Boss) ঘর থেকে আউট ভিকি জৈন (Vicky Jain)। অঙ্কিতা লোখন্ডে (Ankita Lokhande) যখন এখনও ক্রিজে রয়েছেন, সেই সময় ভিকিকে ঘরের বাইরে বেরিয়ে যেতে হয়। ভিকি জৈন আউট হতেই, তাঁকে দেখা গেল অন্য মুডে। বসের ঘর থেকে বেরনোর পর ভিকি দেখা করেন সানা রইস খান, ঈশা মালব্য, আয়েষা খানদের সঙ্গে। এমনকী, বসের ঘরের বন্ধুদের নিয়ে পার্টি করতে দেখা যায় অঙ্কিতার স্বামী ভিকিকে। যে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই, তা নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে যায়। বসের ঘর থেকে বেরনোর পর ভিকিকে যখন ঈশাদের সঙ্গে পার্টি করতে দেখা যায়, তা নিয়ে অনেকেই কটাক্ষ করেন। ফলে বন্ধুদের সঙ্গে ভিকি জৈনের ছবি ভাইরাল হয়ে যায়।
দেখুন...
View this post on Instagram
২০২১ সালে অঙ্কিতা লোখন্ডের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ভিকি জৈন। ধুমধাম করে বসে বিয়ের আসর। বিয়ের পর গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেন ভিকি এবং অঙ্কিতা। যেখানে বলিউড তারকাদের একাংশকে দেখা যায়।
আরও পড়ুন: Anita Lokhande Video: টাইমস স্কয়ারের দখল নিলেন অঙ্কিতা লোখন্ডে
বিয়ের পর ভিকির সঙ্গে বিগ বসের ঘরে প্রবেশ করেন অঙ্কিতা লোখন্ডে। বসের ঘরে যাওয়ার পর থেকেই সেখানে অঙ্কিতা এবং ভিকির সম্পর্কের রসায়ন পালটাতে শুরু করে।