Bad Newz: ক্যাটরিনা বিদেশে, সহ-অভিনেত্রী তৃপ্তির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ধরা পড়লেন শার্টলেস ভিকি

সুইমিং পুলে শার্টলেস ভিকি আর উজ্জ্বল নীল বিকিনিতে তৃপ্তি জলের তলায় একে অন্যের ঠোঁটে ঠোঁট ডোবালেন। বাথরুমে শাওয়ারের নাতিশীতোষ্ণ জলের তলাতেও স্বল্পবসনা 'ভাবি ২'র সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে দেখা গিয়েছে ক্যাটের বরকে।

Vicky Kaushal and Triptii Dimri Hor Moment (Photo Credits: X)

মুম্বই, ৮ জুলাইঃ কখনও বিছানায় তো আবার কখনও সুইমিং পুলে সহ অভিনেত্রী তৃপ্তি দিমরির (Triptii Dimri) সঙ্গে শার্টলেস ভিকির (Vicky Kaushal) অন্তরঙ্গ মুহূর্ত দেখে চক্ষু চড়ক গাছ নেটবাসীর। মাসখানেক ধরে ক্যামেরার অন্তরালে রয়েছেন ভিকি পত্নী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। এমনকি আম্বানি পুত্র অনন্তের (Anant Ambani) সঙ্গীত অনুষ্ঠানে একাধিক তারকা জুটির দর্শন মিললেও ভিকি কৌশলের পাশে এদিন ক্যাটকে দেখা যায়নি। স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের মাঝে সহ অভিনেত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন ভিকি! এদিকে রাগে ফুঁসছে নায়িকার ভক্তকুল।

সুইমিং পুলে শার্টলেস ভিকি (Vicky Kaushal) আর উজ্জ্বল নীল বিকিনিতে তৃপ্তি (Triptii Dimri) জলের তলায় একে অন্যের ঠোঁটে ঠোঁট ডোবালেন। বাথরুমে শাওয়ারের নাতিশীতোষ্ণ জলের তলাতেও স্বল্পবসনা 'ভাবি ২'র সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে দেখা গেল ক্যাটের বরকে। বিছানাতেও যেন একে অপরকে কাছে পাওয়ার চরম উন্মাদনা। ভিকির সঙ্গে তৃপ্তির এমন ঘনিষ্ঠ রসায়ন দেখে ক্যাটরিনার সংসার বাঁচাতে মরিয়ে ভক্তকুল।

সহ অভিনেত্রী তৃপ্তির সঙ্গে ভিকির রোমান্সের এই সকল মুহূর্তই তাঁদের আসন্ন ছবি 'ব্যাড নিউজ'এর (Bad Newz) খাতিরে। ভিকির সঙ্গে তৃপ্তির এমন ঘনিষ্ঠ রসায়ন দেখে জ্বলে পুড়ে খাক ক্যাটরিনার ভক্তকুল।  ছবির নতুন গান 'জানাম' (Janaam)এর প্রোমো মুক্তি পেয়েছে। আগামীকাল মঙ্গলবার মুক্তি পাবে গানটি। আর ওই গানে রয়েছে তৃপ্তির সঙ্গে ভিকির অন্তরঙ্গ মুহূর্ত। আজ সোমবার প্রযোজনা সংস্থা 'ধর্ম প্রোডাকশন'এর এক্স হ্যান্ডেল থেকে গানের প্রোমোটি শেয়ার করা হয়েছে। আর তা দেখেই নায়িকাকে উসকানি দিয়ে মন্তব্য এসেছে, 'কী করে সহ্য করেন আপনি'। কেউ লিখেছেন, 'আমি হলে এইসব সহ্য করতাম না'। তবে নিন্দুকদের নিন্দায় পাত্তা না দিয়ে এই মুহূর্তে দেশের বাইরে সময় কাটাচ্ছেন ক্যাট। 

প্রসঙ্গত, আগামী ১৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরি অভিনীত 'ব্যাড নিউজ' (Bad Newz) ছবিটি। ছবিতে রয়েছে অ্যামি ভ্রিক (Ammy Virk), নেহা ধুপিয়ে প্রমুখরা। ইতিমধ্যে ব্যাড নিউজ'এর প্রথম গান ‘তওবা তওবা’ দর্শক মহলে হিট।



@endif