Vampires of Vijay Nagar: বিজয় নগরে ভ্যাম্পায়ার হানা, হরর ছবিতে আয়ুষ্মান-সামান্থার হাতেখড়ি

প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করে নেবেন সামান্থা-আয়ুষ্মান। তাও আবার ভুতের ছবিতে। ছবির নাম ভ্যাম্পায়ারস অফ বিজয় নগর। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অমর কৌশিক।

Ayushmann Khurrana and Samantha Ruth Prabhu (Photo Credits: Instagram)

মুম্বই, ১৪ এপ্রিলঃ বরাবরই স্রোতের উলটো পথে গিয়ে ছবি করতে পছন্দ করেন অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। তা তাঁর ছবির বাছাইয়ের তালিকা দেখেই স্পষ্ট বোঝা যায়। ভিকি ডোনার (Vicky Donor), ‘বাধাই হো’ (Badhaai Ho), ‘দাম লাগাকে হাইসা’ (Dum Laga Ke Haisha), শুভ মঙ্গল সাবধান (Shubh Mangal Saavdhan), ডক্টর জি (Doctor G) প্রমুখ ছবিগুলো আমাদের সমাজের বাঁধা ধরা ছক ভাঙার কথাই শিখিয়েছে। তবে এবার প্রথমবার হরর ছবিতে অভিনয় করতে দেখা যাবে আয়ুষ্মানকে। একেবারে রক্ত খেকো ভ্যাম্পায়ারের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা।

আরও পড়ুনঃ সলমনের সঙ্গে প্রেম! অবশেষে মুখ খুললেন পূজা

প্রযোজক দীনেশ বিজয়ের আসন্ন হরর কমেডিতে জুটি বেঁধেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু (Samantha Ruth Prabhu) এবং আয়ুষ্মান (Ayushmann Khurrana)। প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করে নেবেন সামান্থা-আয়ুষ্মান। তাও আবার ভুতের ছবিতে। ছবির নাম ভ্যাম্পায়ারস অফ বিজয় নগর (Vampires of Vijay Nagar)। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অমর কৌশিক।

২০২২ এর শেষে লগ্নেই ছবির শুটিংয়ের কাজ শুরু করার কথা ছিল পরিচালকের। কিন্তু তার মাঝেই পরিচালক স্ত্রী টু-র (Stree 2) শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ফলে পিছিয়ে যায় এই ছবির কাজ। তবে নির্মাতা সূত্রে খবর, স্ত্রী টু-র শুটিং সম্পন্ন করেই ভ্যাম্পায়ারস অফ বিজয় নগরের (Vampires of Vijay Nagar) কাজ শুরু করবেন পরিচালক। চলতি বছরের শেষে কিংবা ২০২৪ এর একেবারে শুরুতে ছবির শুটিং শুরু করে দেবেন পরিচালক অমর কৌশিক।