Karan and Tejasswi Marriage: বিগ বসের ঘর থেকে এবার ছাদনাতলা, মার্চেই বিয়ে করণ-তেজস্বীর!

বিগ বসের ঘরের মধ্যে ২৪ ঘণ্টা বন্দি থাকতে থাকতে কখন যে দুই তারকার মন কাছাকাছি এসেছিল তা বোধ হয় তাঁরা নিজেরাও ঠিক করে বুঝে উঠতে পারেননি।

Karan Kundrra and Tejasswi Prakash (Photo Credits: Instagram)

মুম্বই, ১৭ ফেব্রুয়ারিঃ বিগ বসের (Bigg Boss) ঘরে কত মন জুড়েছে আবার কত মন ভেঙেছে। কত প্রেম ঘর থেকে বেরোতেই আলাদা হয়ে গিয়েছে। তো আবার কত প্রেম সাতপাক ঘুরেছে। বগ বস সিজিন ১৫-এ (Bigg Boss 15) প্রতিযোগী হয়ে এসেছিলেন করণ কুন্দ্রা (Karan Kundra) এবং তেজস্বী প্রকাশ (Tejasswi Prakash)। বিগ বসের ঘরের মধ্যে ২৪ ঘণ্টা বন্দি থাকতে থাকতে কখন যে দুই তারকার মন কাছাকাছি এসেছিল তা বোধ হয় তাঁরা নিজেরাও ঠিক করে বুঝে উঠতে পারেননি (Karan and Tejasswi)।

আরও পড়ুনঃ খ্রিষ্টান ব্রাইড থেকে হিন্দু কনে দুই বেশেতেই অনবদ্য নাতাশা, দেখুন হার্দিক-নাতাশার জমকালো বিয়ের ছবি

বিগ বসের ঘরেই চুটিয়ে প্রেম করেছেন দুটিতে। ঘর থেকে বিজেতা হয়ে বেরিয়েছেন তেজস্বী (Bigg Boss 15 Winner Tejasswi Prakash)। দুজনের প্রেমে এতটুকুও ফাঁক পড়েনি। সর্বক্ষন দুজনকে একে অপরের প্রেমে মুগ্ধ থাকতে দেখা যায়। একসঙ্গে পার্টি, বিদেশ ভ্রমণ সবতেই প্রেম যাপন করছেন করণ এবং তেজস্বী (Karan and Tejasswi)। দুই পরিবারও হাসি মুখে মেনে নিয়েছে তাঁদের সম্পর্ক। কথাতেই তো রয়েছে, ‘জব মিয়াঁ বিবি রাজি তো কেয়া করেগা কাজী’। এবার যুগলের চার হাত এক হওয়ার অপেক্ষায় তাঁদের ভক্তমহল (Karan and Tejasswi Marriage)।

 

View this post on Instagram

 

A post shared by Karan Kundrra (@kkundrra)

সদ্য এক সাক্ষাৎকারে করণকে (Karan Kundra) জিজ্ঞাসা করা হয় তেজস্বীর সঙ্গে বিয়ের ব্যাপারে তিনি কী ভাবছেন (Karan and Tejasswi Marriage)। এক মুহূর্তও সময় নষ্ট না করে তৎক্ষণাৎ করণ জবাব দেন, ‘আমি তো মার্চেই বিয়ে করতে রাজি। তেজস্বী যদি তাঁর ব্যস্ত শিডিউল থেকে সময় বের করতে পারে তাহলে আমি ফিল্ম সিটিতেই ওকে যে কোন দিন বিয়ে করে ফেলব’।

তবে কী এবার বিয়ের পথে এগোচ্ছে করণ-তেজস্বীর প্রেমের সম্পর্ক (Karan Kundrra and Tejasswi Prakash )। বিগ বসের ঘর থেকে এবার ছাদনাতলার দিকে করণ এবং তেজস্বী (Karan and Tejasswi Marriage)?



@endif