Disha Patani: নতুন প্রেমিকের সঙ্গে নৈশভোজে দিশা পাটানি!
টাইগারের সঙ্গে প্রেমে ইতি পড়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে বিদেশি মডেলের প্রেমে পড়েছেন নায়িকা।
মুম্বই, ৫ ডিসেম্বরঃ বলিপাড়ায় তারকাদের প্রেম নিয়ে দর্শকমহলে দারুণ কৌতূহল কাজ করে। কোন তারকা কার সঙ্গে ঘুরতে যাচ্ছেন, কার সঙ্গে ছবি শেয়ার করছেন সকল কিছু নিয়েই প্রশ্ন ঘোরাফেরা করে ভক্তমহলে। বলিপাড়ার অন্দরমহলে অভিনেত্রী দিশা পাটানির (Disha Patani) সঙ্গে টাইগার শ্রফের (Tiger Shroff) সম্পর্কের জোর গুঞ্জন চলেছে একসময়ে। কিন্তু সে সব এখন অতীত। টাইগারের সঙ্গে প্রেমে ইতি পড়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে বিদেশি মডেলের প্রেমে পড়েছেন নায়িকা।
বিদেশি মডেল অ্যালেকজান্ডার অ্যালেক্সের (Aleksandar Alex) সঙ্গে মাঝেমধ্যেই ক্যামেরাবন্দি হতে দেখা যায় বলিউড অভিনেত্রীকে (Disha Patani)। কখনও ডিনার ডেট তো কখনও একসঙ্গে রিল বানানো, আবার একসঙ্গে দিওয়ালি উদযাপন। যুগলের প্রায় সকল ছবি, ভিডিয়োতে দেখা মেলে টাইগার শ্রফের দিদির কমেন্ট। সদ্যই অ্যালেকজান্ডার কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, গায়ে গা ঠেকিয়ে বসে রয়েছেন দিশা এবং তাঁর চর্চিত প্রেমিক অ্যালেকজান্ডার। দুজনের পরনেই কালো মানানসই পোশাক। ছবি দেখে স্পষ্ট, ডিনার ডেটে গিয়েছেন দুটিতে মিলে। ছবির নীচে টাইগার শ্রফের (Tiger Shroff) দিদি কৃষ্ণা শ্রফ (Krishna Shroff) কমেন্ট করে লিখেছেন, ‘এই ছবিটা দেখে তাঁরা কী লিখবেন তা দেখার জন্যে আমি অপেক্ষা করতে পারছি না’।
গতবছর দুজনে একসঙ্গে দিওয়ালি উদযাপন করেছেন। সেই ছবিও শেয়ার করেছেন অ্যালেকজান্ডার (Aleksandar Alex)। যা দেখে একেবারে মুগ্ধ নেটিজেন। তবে দিশা এবং অ্যালেকজান্ডারের মধ্যে সম্পর্কের সমীকরণ আদতে কী তা নিশ্চিত করে বলা মুশকিল।
কাজের প্রসঙ্গে, বলিউড অভিনেত্রীকে খুব শীঘ্রই দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্রার (Sidharth Malhotra) সঙ্গে। ‘যোদ্ধা’ (Yodha) ছবিতে জুটি বেঁধেছেন সিড-দিশা।