Ananya Panday: অনন্যা পান্ডে ধূমপান করছেন, 'লজ্জাজনক' বলে সমালোচনার ঝড়, দেখুন

Ananya Panday (Photo Credit: Instagram)

এবার ফের ট্রোলের  মুখে অনন্যা পান্ডে। এবার দিদি আলানা পান্ডের মেহেন্দির অনুষ্ঠানে ধূমপান করতে দেখা যায় অনন্যাকে। যা দেখে একের পর এক কটাক্ষের মুখে পড়তে হয় বলিউড অভিনেত্রীকে। অনন্যা পান্ডের ধূমপানের ছবি প্রকাশ্যে আসতেই তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। অনন্যা (Ananya Panday) যে ধূমপান করতে পারেন, তা বিশ্বাস হচ্ছে না বলে মন্তব্য করেন কেউ। অনেকে আবার বলতে শুরু করেন, এত সুন্দর হয়েও অনন্যা কীভাবে ধূমপান করতে পারেন? কেউ আবার বলতে শুরু করেন, অনন্যা যা করছেন,তা অত্যন্ত লজ্জাজনক। সবকিছু মিলিয়ে আলানা পান্ডের মেহেন্দির অনুষ্ঠানে অনন্যা পান্ডের ধূমপানের ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়।

আরও পড়ুন: Salman Khan Gets Fresh Threats From Lawrence Bishnoi: 'ফল ভুগতে তৈরি থাকুন', সলমনকে ফের হুমকি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের

Ananya Panday (Photo Credit: Instagram)