Alia Bhatt-Mira Rajput: শাহিদ ঘরনি মীরার সঙ্গে চা খেতে চাইলেন আলিয়া, সোশ্যাল মিডিয়ায় করলেন ইচ্ছা প্রকাশ

Alia Bhatt, Mira Rajput (Photo Credits: Instagram)

মুম্বই, ১১ ডিসেম্বরঃ বলি অভিনেতা শাহিদ কাপুরের (Shahid Kapoor) স্ত্রী মীরা রাজপুতের (Mira Rajput) সঙ্গে চা খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন রণবীর (Ranbir Kapoor) ঘরনি আলিয়া ভাট (Alia Bhatt)। ইচ্ছা প্রকাশের মাধ্যম ছিল সোশ্যাল মিডিয়া। আলিয়ার ইচ্ছা মেনে নিয়ে সম্মতিও জানালেন মীরা। তোমাকে পেয়ে আমি ধন্য, বিবাহবার্ষিকীতে ‘বিরাট’ ভালোবাসা

রবিবার শাহিদ ঘরনি নিজের বিলাসবহুল এপার্টমেন্টের সমুদ্রমুখি জানালার সামনে থেকে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা মেলিনি মীরার। তবে দেখা মিলেছে তাঁর ব্রেকফাস্টের। রবিবারের সকালে গুজরাটি ব্রেকফাস্ট উপভোগ করছেন তারকা পত্নী (Mira Rajput)। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “আগের জন্মে আমি নিশ্চয়ই একজন গুজরাটি ছিলাম”। গুজরাটি ঘরানার সুস্বাদু খাবারের ছবি দেখে লোভ সামলাতে পারলেন না আলিয়া ভাট (Alia Bhatt)। ছবির নীচে কমেন্ট করে জানালেন, “আমি ওই চা খেতে চাই”। আলিয়ার ইচ্ছাকে সম্মতি জানিয়ে মীরা বললেন, “মা তোমার এবার সমুদ্র পার করে আসার সময় হয়েছে”।

দেখুন মীরার পোস্টঃ 

 

View this post on Instagram

 

A post shared by Mira Rajput Kapoor (@mira.kapoor)

দুই তারকার একসঙ্গে চা ‘ডেট’-এ যাওয়ার ছবি দেখার জন্যে মুখিয়ে রয়েছেন তাদের ভক্তকুল। সদ্য মা হয়েছেন বলি অভিনেত্রী আলিয়া ভাট। গত মাসেই রণবীর আলিয়ার (Ranbir-Alia) ঘর আলো করে এসেছে ছোট্ট রাহা। মেয়ের আগমন যেন পূর্ণ করেছে ‘রালিয়া’কে। নতুন মা হওয়ার কারণেই এদিনের পোস্টে আলিয়াকে ‘মা’ বলে সম্বোধন করেছেন মীরা।



@endif