Aaradhya Bachchan Health Fake News Case: আরাধ্যাকে নিয়ে ভুয়ো খবর থেকে বিরত থাকুন, ইউটিউব চ্যানেলকে নির্দেশ আদালতের

দিল্লি হাইকোর্টের তরফে আরও জানানো হয়, প্রত্যেক শিশুর সম্মানের সঙ্গে জীবনধারনের অধিকার রয়েছে। সে তারকা সন্তান হোক বা সাধারণ ঘরের জন্ম নেওয়া কোনও শিশুই হোক না কেন। আরাধ্যার দায়ের করা মামলায় এমনই পর্যবেক্ষণ প্রকাশ করে দিল্লি হাইকোর্ট।

Aradhya With Aishwarya And Abhishek (Photo Credit: Instagram)

দিল্লি, ২০ এপ্রিল: ঐশ্বর্য-অভিষেক কন্যা আরাধ্যা বচ্চনের Aaradhya Bachchan) শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে যে খবর ছড়ানো হয়েছে, তা থেকে বিরত থাকুন। এবার এমনই জানাল দিল্লি হাইকোর্ট। আরাধ্যার শারীরিক অবস্থা নিয়ে ভুয়ো খবর ছড়ানো হয়েছে। এমনই অভিযোগ দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন বচ্চনরা। দিল্লি হাইকোর্টে আরাধ্য়ার দায়ের করা অভিযোগের শুনানি ছিল বৃহস্পতিবার। ২০ এপ্রিলের শুনানির পর আরাধ্যার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে খবর করা থেকে ইউটিউব চ্যানেলকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে।

পাশাপাশি দিল্লি হাইকোর্টের তরফে আরও জানানো হয়, প্রত্যেক শিশুর সম্মানের সঙ্গে জীবনধারনের অধিকার রয়েছে। সে তারকা সন্তান হোক বা সাধারণ ঘরের জন্ম নেওয়া কোনও শিশুই হোক না কেন। আরাধ্যার দায়ের করা মামলায় এমনই পর্যবেক্ষণ প্রকাশ করে দিল্লি হাইকোর্ট।

আরও পড়ুন:  Aaradhya Bachchan Health Fake News Case: শরীর নিয়ে মিথ্যে খবর, আদালতের দ্বারস্থ ঐশ্বর্য-কন্যা