Aamir Khan: সম্পূর্ণ মিথ্য়ে বিজ্ঞাপন; কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচার করেননি আমির খান, বিবৃতি প্রকাশ করে FIR

আমির খানের মুখপাত্র জানান, অভিনেতার ৩৫ বছরের কেরিয়ারে তিনি কখনও কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচার করেননি। যা প্রকাশ্যে এসেছে,তা পুরোপুরি মিথ্যে। আমির খান কোনও ধরনের কোনও রাজনৈতিক দলের হয়ে এবারও প্রচার করেননি বলে স্পষ্ট জানান তাঁর মুখপাত্র।

Aamir Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ১৬ এপ্রিল: আর ২ দিন পর থেকে শুরু লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচন (Loksabha Election) উপলক্ষ্যে যখন প্রতিটি রাজনৈতিক দল চূড়ান্ত ব্যস্ত, সেই সময় আমির খানের (Aamir Khan) নাম করে একটি বিজ্ঞাপন ভাইরাল হয়ল। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করে ১৫ লক্ষের প্রতিশ্রুতির উল্লেখ করা হয়। যে প্রতিশ্রুতি একেবারে সত্যি নয় বলে আমির খানের মুখে বিবৃতি বসানো হয়। যা দেখে সঙ্গে সঙ্গে পালটা বিবৃতি প্রকাশ করা হয়।

আমির খানের মুখপাত্র জানান, অভিনেতার ৩৫ বছরের কেরিয়ারে তিনি কখনও কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচার করেননি। যা প্রকাশ্যে এসেছে,তা পুরোপুরি মিথ্যে। আমির খান কোনও ধরনের কোনও রাজনৈতিক দলের হয়ে এবারও প্রচার করেননি বলে স্পষ্ট জানান তাঁর মুখপাত্র।

পাশপাশি বিষয়টি নিয়ে মুম্বই  পুলিশের সাইবার বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান আমিরের মুখপাত্র। এসবের সঙ্গে মানুষ যাতে নির্বাচন কমিশনের নিয়ম নীতি মেনে ভোট প্রক্রিয়ায় অংশ নেন, সেই সচিতনতা প্রচার এর আগে বহু বার আমির করেছেন বলে তাঁর মুখপাত্র জানান।



@endif