Falguni Pathak: সস্তায় টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, ফাল্গুনী পাঠকের কনসার্ট ঘিরে প্রতারণার ছক

নিজেকে গায়িকার ইভেন্টের একজন অনুমোদিত ডিলার হিসাবে দাবি করে সস্তায় টিকিট বিক্রি করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। দর্শকদের থেকে অগ্রিম প্রায় ৫ লক্ষ ১৪ হাজার টাকা তোলেন তিনি। কিন্তু শেষমেশ টিকিট জোগাড় করে দিতে ব্যর্থ হওয়ায় পুলিশের দারস্ত হয়েছেন প্রতারিতরা।

Falguni Pathak (Photo Credits: Instagram)

মুম্বই, ১৫ অক্টোবরঃ মুম্বইয়ে ফাল্গুনী পাঠকের (Falguni Pathak) কনসর্টের টিকিট বিক্রির নাম করে দেদার প্রতারণা। নিজেকে গায়িকার ইভেন্টের একজন অনুমোদিত ডিলার হিসাবে দাবি করে সস্তায় টিকিট বিক্রি করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

আরও পড়ুনঃ মোদী স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে দামি আই ফোন খোয়া গেল অভিনেত্রী উর্বশী রাউতেলার

নবরাত্রি (Navratri 2023)  উপলক্ষ্যে ফাল্গুনী পাঠকের 'গরবা' কনসার্টের (Falguni Pathak Concert) টিকিট কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন দেড়শোর বেশি দর্শক। রবিবার অভিযুক্ত বিশাল শাহ যিনি নিজেকে ডিলার হিসাবে দাবি করেন, সহ আরও কয়েকজনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ (Mumbai Police)। দণ্ড বিধির অধীনে ৪০৬, ৪২০, ৩৪ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয়েছে।

মুম্বই পুলিশ সূত্রে খবর, গায়িকার কনসার্টের টিকিটের মূল্য ৪,৫০০। কিন্তু অভিযুক্ত বিশাল তা ৩,৩০০ টাকায় পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেই মত দর্শকদের থেকে অগ্রিম প্রায় ৫ লক্ষ ১৪ হাজার টাকা তোলেন। কিন্তু শেষমেশ টিকিট জোগাড় করে দিতে ব্যর্থ হন। আর তার পরেই পুলিশের দারস্ত হয়েছেন প্রতারিতরা।