'IC 814': 'IC 814' ওয়েব সিরিজ নিয়ে বিতর্ক, শেষ পর্যন্ত কী পরিবর্তন করল নেটফ্লিক্স দেখুন

রিপোর্টে প্রকাশ, সিরিজের শুরুতে 'ডিসক্লেইমার' দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে সমস্ত ধরনের বাছবিচার করে তবেই নেটফ্লিক্সের কনটেন্ট সম্প্রচার করা হবে বলে জানানো হয় ওটিটি সংস্থার তরফে।

IC814 (Photo Credit: Instagram)

দিল্লি, ৩ সেপ্টেম্ব:  কান্দাহার বিমান অপহরণের প্রেক্ষাপটে তৈরি 'IC 814' ওয়েব সিরিজের জেরে জোরদার বিতর্ক শুরু হয়েছে। 'IC 814' ওয়েব সিরিজে কেন অপহরণকারীদের নামের ক্ষেত্রে ভোলা এবং শঙ্কর ব্যবহার করা হয়, তা নিয়ে প্রশ্ন তোলেন বহু মানুষ। যার জেরে ক্ষোভ তৈরি হলে কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রক নেটফ্লিক্সের কনটেন্ট হেডকে সমন পাঠান। নেটফ্লিক্সের (Netflix) সঙ্গে বৈঠকের পর সংশ্লিষ্ট ওটিটি সংস্থার তরফে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

রিপোর্টে প্রকাশ, সিরিজের শুরুতে 'ডিসক্লেইমার' দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে সমস্ত ধরনের বাছবিচার করে তবেই নেটফ্লিক্সের কনটেন্ট সম্প্রচার করা হবে বলে জানানো হয় ওটিটি সংস্থার তরফে।

আরও পড়ুন: 'IC814': কান্দাহার বিমান অপহরণের ওয়েব সিরিজ নিয়ে বিতর্ক, কেন্দ্রকে কী জানাল নেটফ্লিক্স

প্রসঙ্গত কান্দাহার অপহরণ নিয়ে তৈরি ওয়েব সিরিজে যে জঙ্গিদের নাম ব্যবহার করা হয়, তাদের প্রকৃত নাম ছিল ইব্রাহিম আখতার, শাহিদ আখতার সায়েদ, সানি আহমেদ গাজি, জরুর মিস্ত্রি এবং শাকির। কিন্তু ৩ জঙ্গির সঙ্গে আরও যে ২ জনকে দেখানো হয়েছে, তাদের দুজনের নাম কেন ভোলা এবং শঙ্কর রাখা হয়, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বহু মানুষ। যার জেরে কেন্দ্রীয় সরকারের তরফে নেটফ্লিক্সকে সমন পাঠানো হয় সোমবার। ফলে এবার ওয়েব সিরিজের কনটেন্ট এডিট করে, সেখানে অপহরণকারীদের প্রকৃত নাম যোগ করা হচ্ছে বলে নেটফ্লিক্সের তরফে জানানো হয়।



@endif