Kangana Ranaut: একের পর সিনেমা সুপার ফ্লপ, এবার কী লোকসভায় বিজেপি প্রার্থী? বড় কথা জানালেন কঙ্গনা রানওয়াত

'ধক্কড়' থেকে 'চন্দ্রমুখি ২', 'তেজস্ব'। বলিউডে একের পর এক মেগাফ্লপ সিনেমার নজির গড়ছেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত।

Kangana Ranaut arrives at Parliament (Photo Credits: ANI)

'ধক্কড়' (Dhaakad) থেকে 'চন্দ্রমুখি ২', 'তেজস্ব'(Tejas)। বলিউডে একের পর এক মেগাফ্লপ সিনেমার নজির গড়ছেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত (Kangana Ranaut)। সাম্প্রতিক কালে বলিউডে সবচেয়ে বড় দুটি ফ্লপ সিনেমা-' ধক্কড়' আর 'তেজস্ব'-এর আসল মুখ তিনিই। বলিউডের একদা ক্যুইনের 'ধক্কড়' আর 'তেজস্ব' বক্স অফিসে ঠিক কতটা মুখথুবড়ে পড়েছে তা টিকিট বিক্রি, শো বাতিলের খবর দেখলেই বোঝা যায়। গত আট বছরে কঙ্গনার হিট ছবির সংখ্যা মাত্র ১টি। দর্শকদের বহু আবেদন করে, ক্ষমতায় থাকা ব্যক্তিদের ঘনিষ্ঠতা দেখিয়েও কোনও লাভ হচ্ছে না কঙ্গনা-র। একটা সময় 'ক্যুইন', 'তন্নু ওয়েডস মন্নুর' মত সিনেমায় অভিনয় করে মুগ্ধ করা কঙ্গনাকে দর্শকরা যে এখন প্রত্য়াখান করছেন সেটা পরিষ্কার।

অভিনয়ের কেরিয়ার এমন বেহাল সময়ে কঙ্গনা মন্দিরে মন্দিরে ঘুরে পুজো দিচ্ছেন। রামমন্দির তৈরিতে নরেন্দ্র মোদী সরকারের ভূমিকা, ইজরায়েলের যুদ্ধে একটি বিশেষ ধর্মের ভূমিকা, হিন্দুত্বের প্রচার করছেন। তেজস্ব মেগা ফ্লপের পর কঙ্গনার সাম্প্রতিক কাজ দেখে অনেকেরই মনে হচ্ছে এবার তিনি বিজেপির হয়ে মন দিয়ে রাজনীতিটা করতে চান। এই বিষয়ে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, এবার কি তাঁকে ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে দেখা যাবে? যার জবাবে বলিউডের একদা ক্য়ুইন বললেন, "ভগবান কৃষ্ণ চাইলে আমি ভোটে দাঁড়াবো।" কঙ্গনার উত্তরে সাফ হয়ে গেল, তাঁকে হয়তো এবার ভোটের ময়দানে দেখা যাবে। ক মাস আগে নয়া সংসদ ভবনের অনুষ্ঠানে গিয়েছিলেন কঙ্গনা। এবার কি পাকাপাকিবাবে সাংসদ হিসেবে সেখানে যাওয়ার পালা কঙ্গনার? শুরু হয়ে গেল জল্পনা। আরও পড়ুন-বাবার জন্মদিনের পার্টিতে নজর কাড়লেন শাহরুখ-কন্যা সুহানা, দেখুন

ক'মাস আগে শোনা গিয়েছিল, ২০২৪ লোকসভা নির্বাচনে যোগী রাজ্যের মথুরা কেন্দ্রে হেমা মালিনীর পরিবর্তে কঙ্গনাকে লড়তে দেখা যাবে। হেমাকে সেই বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি বেশ ক্ষুব্ধ হয়েছিলেন। ক'দিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তাঁর সিনেমা 'তেজস্ব' দেখান ৩৬ বছরের হিমাচল প্রদেশের তারকা অভিনেত্রী। সিনেমা ফ্লপ হলেও তেজস্ব-এর ভূয়সী প্রশংসা করেন যোগী। যোগীর সঙ্গে কঙ্গনার ঘনিষ্ঠতা দেখার পর অনেকেই বলছেন, উত্তরপ্রদেশ থেকেই তাঁকে ২০২৪ লোকসভায় লড়তে দেখা যেতে পারে। লোকসভা ভোটের আগে বিজেপিকে সাহায্য করতে কঙ্গনা আনছেন তার সিনেমা 'এর্মাজেন্সি'। নির্বাচনের আগে কংগ্রেস সময়ের খারাপ সময়ের কথা ভোটারদের মনে করিয়ে দিতেই এই সিনেমার পরিচালনা করছেন কঙ্গনা। এমন কথা শোনা যাচ্ছে। আগামী দিনে রামমন্দির নিয়েও সিনেমা করছেন বলিউডের একদা ক্য়ুইন।

বিজেপির হয়ে এখন সাংসদ আছেন অভিনেত্রী হেমা মালিনী, অভিনেতা সানি দেওল, অনুপম খেরের অভিনেত্রী পত্নী কিরণ খের, বলিউড- ভোজপুরী অভিনেতা রবী কিষাণ। জোর জল্পনা, কঙ্গনাকে এবার লোকসভায় আর বিবেক অগ্নিহোত্রীকে রাজ্যসভায় পাঠাতে পারে বিজেপি।