Mithai: 'আমার সোনার বাংলা', বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে অপমানের অভিযোগ উঠল মিঠাইয়ের বিরুদ্ধে

ফেসবুকে বেশ কয়েকজন বাংলাদেশের নাগরিক বিষয়টি নিয়ে সরব হন। তাঁদের অভিযোগ, মিঠাইয়ের পরিচালক বা প্রযোজক কেন এই ধরণের ব্যবহার করলেন?

Mithai (Photo Credit: Facebook)

ঢাকা, ৩১ জানুয়ারি:  'মিঠাই' (Mithai) চলাকালীন কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের অপমান করা হল, তা নিয়ে অভিযোগ করলেন সে দেশের বেশ কয়েকজন নাগরিক। ধারাবাহিক চলাকালীন সেখানে 'আমার সোনার বাংলা' গান গাওয়া হয় পর্দায়। আর সেখানেই দেখা যায়, ধারাবাহিকের প্রত্যেকে নিজেদের আসনে বসে রয়েছেন। যা দেখে বাংলাদেশের অনেকে চোটে যান। বাংলাদেশের জাতীয় সঙ্গীত চলাকালীন কেন অভিনেতারা তখন উঠে দাঁড়িয়ে সম্মান দেখালেন না, তা নিয়ে তোলা হয় প্রশ্ন।

আরও পড়ুন:  Hrithik Roshan: সঙ্গে রহস্যময়ী নারী, রেস্তোরাঁ থেকে বেরিয়েই মুখ ঢেকে গাড়িতে উঠলেন হৃতিক রোশন

ফেসবুকে বেশ কয়েকজন বাংলাদেশের (Bangladesh) নাগরিক বিষয়টি নিয়ে সরব হন। তাঁদের অভিযোগ, মিঠাইয়ের পরিচালক বা প্রযোজক কেন এই ধরণের ব্যবহার করলেন?  একাধিক রবীন্দ্র সঙ্গীত থাকা সত্ত্বেও কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে ব্যবহার করা হল সংশ্লিষ্ট ধারাবাহিকে, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। দেখুন...

কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে অপমান করা হল, তা কেউ বুঝিয়ে বলবেন বলেও মন্তব্য করেন সেখানকার এক ব্যক্তি।



@endif