AR Rahman Divorce: মোহিনীতে মোহিত হয়েই ২৯ বছরের দাম্পত্যে ইতি রহমনের! ফুঁসে উঠলেন মেয়ে রাহিমা

রহমানের বিচ্ছেদ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর টিমের বেস গিটারিস্ট মোহিনী বিচ্ছেদ ঘোষণা করতেই দুইয়ে দুইয়ে চার করেছেন নেটবাসী। এরপরেই মুখ খোলেন রহমান-কন্যা রাহিম।

AR Rahman, Saira Banu and their daughter Raheema (Photo Credits: X)

২৯ বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন সুরের জগতের মহারথী সঙ্গীতশিল্পী এ আর রহমান (AR Rahman)। স্ত্রী সায়রা বানুর (Saira Banu) সঙ্গে বিচ্ছেদের কথা নিজেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শিল্পী। অন্যদিকে এদিনেই বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন রহমানের টিমের বেস গিটারিস্ট মোহিনী দে ( Mohini Dey)। রহমান এবং মোহিনীর একসঙ্গে নিজেদের বিচ্ছদের ঘোষণা নিছকই কাকতালীয় নাকি অন্য কোন কারণ রয়েছে! সেই প্রশ্ন তুলছেন নেটবাসী। বরং পরকীয়ার গন্ধ ছড়াচ্ছে নেটপাড়া জুড়ে। বঙ্গতনয়া গিটারিস্টের কারণেই নাকি প্রায় তিন দশকের দাম্পত্যে ইতি টেনেছেন রহমান। তবে সমাজমাধ্যম জুড়ে বাবাকে নিয়ে চলতে থাকে 'গুজবের' বিরুদ্ধে রুখে দাঁড়ালেন মেয়ে রাহিমা (Raheema)।

এ আর রহমান এবং সায়রা বানুর তিন সন্তান রয়েছে। খাতিজা, আমিন এবং রাহিম। বাবা-মা বিচ্ছেদের এই কঠিন সময়ে নেটিজেনদের কাছে নিভৃতি চেয়েছিলেন তাঁরা। রহমানের বিচ্ছেদ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর টিমের বেস গিটারিস্ট মোহিনী বিচ্ছেদ ঘোষণা করতেই দুইয়ে দুইয়ে চার করেছেন নেটবাসী। এরপরেই মুখ খোলেন রহমান-কন্যা রাহিম। সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'সব সময়ে মনে রাখবেন, নিন্দুকরাই গুজব তৈরি করে। বোকারা তা ছড়ায়। আর মূর্খরা তা বিশ্বাস করে'।

বাবা এ আর রহমানকে নিয়ে চলতে থাকে 'গুজবের' বিরুদ্ধে রুখে দাঁড়ালেন মেয়ে রাহিমা... 

AR Rahman Daughter Raheema's Post (Photo Credits: Instagram)

এ আর রহমানের বিচ্ছেদের কারণ হিসাবে বঙ্গললনা মোহিনীকে কাঠগড়ায় তোলা হলেও সুরকারের আইনজীবী জানান, দীর্ঘ তিক্ততাই তাঁদের বিচ্ছেদের নেপথ্যে কারণ। এমনকি রহমান-পত্নি সায়রার আইনজীবী জানান, রহমান-সায়রার বিয়ে ভাঙলেও তাঁদের বন্ধুত্ব অটুট। তাঁদের বিচ্ছেদের সঙ্গে মোহিনীর কোন সম্পর্ক নেই।

সায়রা বানুর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করে মঙ্গলবার রাতে সমাজমাধ্যমে এ আর রহমান লেখেন, 'ইচ্ছা ছিল একসঙ্গে তিরিশ বছরে পা দেব। তবে সব কিছুরই একটা শেষ থাকে। ভাঙা মনের ভারে ঈশ্বরের আসনও টলে যায়। ভাঙা টুকরো গুলো আর জোড়া লাগানো যায় না'।