Pushpa The Roar: আল্লু অর্জুনের 'পুষ্পা: দ্য রুল' রিলিজ হওয়ার আগেই বড় ঘোষণা করল নির্মাতারা

চলতি বছরে মুক্তি পাওয়ার কথা আল্লু অর্জুনের (Allu Arjun) 'পুষ্পা দ্য রুল' (Pushpa The Rule)। ছবির পোস্টার, টিজার প্রকাশ্যে এলেও এখনও ট্রেলার বা কোনও গান রিলিজ হয়নি। আর তার আগেই নির্মাতা জানিয়ে দিল এই ফ্রেঞ্চাইজির তৃতীয় ছবিই অন্তিম পর্ব হতে চলেছে। অর্থাৎ ট্রিওলজির মাধ্যমেই শেষ হবে পুষ্পা।

বৃহস্পতিবার নির্মাতারা জানিয়ে দিলেন ছবির তৃতীয় পর্বের নাম 'পুষ্পা দ্য রোর' (Pushpa The Roar)। তবে শোনা যাচ্ছে, ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। যদিও ছবিটি কবে রিলিজ হবে তা এখনও জানা যায়নি। তৃতীয় পর্বে আল্লু অর্জুন ছাড়াও রয়েছেন রশ্মিকা মন্দানা এবং ফাওয়াদ ফাজিলের মতো তারকারা। অর্থাৎ পুষ্পা ২-তে এই দুই অভিনেতার চরিত্রের গল্প শেষ হচ্ছে না, তা একেবারে নিশ্চিত।

প্রসঙ্গত, পুষ্পা ২ মুক্তি পাওয়ার কথা চলতি বছরের ১৫ অগাস্ট। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি বক্সঅফিসে চুড়ান্তভাবে সফল। আল্লু অর্জুন এবং পরিচালক সুকুমারের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা ২০২১-এ ঝড় তুলেছিল। তারপর থেকেই ছবির দ্বিতীয় পর্ব দেখার জন্য দর্শকরা অপেক্ষা করছে। এরমাঝেই পুষ্পা ৩ সংক্রান্ত এতবড় ঘোষণা ভক্তদের আরও উত্তেজিত করে তুলবে, তা আন্দাজ করাই যাচ্ছে।



@endif