Alia Bhatt: রণবীরের গানে নেচে 'রকি অউর রানি কি প্রেমকাহিনি'র সেটকে বিদায় জানালেন আলিয়া ভাট (দেখুন ভিডিও)
মা হতে চলেছেন আলিয়া(Alia Bhatt), সেই কারণে 'রকি অউর রনি কি প্রেমকাহিনি'র মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন করণ জোহার। এবার 'রকি অউর রনি কি প্রেমকাহিনি'তে নিজের ভাগের শ্যুটিং শেষ করলেন আলিয়া। যদিও পুরোপুরি শ্যুটিং শেষ হয়নি তা করণের ক্যাপশনেই বোঝা যাচ্ছে যে রণবীরের(Ranveer Singh) পার্টের শ্যুটিং এখনও বাকি। অভিনেত্রীকে বিদায় জানাতে এদিন সেটে কেক কাটা হয়। আলিয়ার পাশে দেখা গেল ছবিতে তাঁর সহ অভিনেতা রণবীর সিংকেও। কেক খেতে ব্যস্ত আলিয়ার কাছে করণ জানতে চান শেষদিন আলিয়া সবাইকে কীভাবে বিদায় জানাতে চান। তথনই আলিয়া রণবীর কাপুরের(Ranbir Kapoor) 'চন্না মেরেয়া' গানে নেচে সকলকে হাত নাড়িয়ে বিদায় জানান।
নাচের সময় আলিয়াকে চিয়ার করতে দেখা যায় রণবীর সিংকে। অরিজিৎ সিং-এর(Arijit Singh) গাওয়া অন্যতম জনপ্রিয় এই গানটি করণ জোহরের ছবি অ্যায় দিল হে মুশকিল(Ae Dil Hai Mushkil) ছবিতে রণবীর কাপুরের লিপে শোনা গিয়েছিল। বিদায়ের ক্ষণে সেই গানে নেচেই রকি অউর রানি কি প্রেমকাহিনির সেটকে বিদায় জানালেন আলিয়া।