IPL Auction 2025 Live

Kalkokkho Trailor: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সীমানা পেরিয়ে বড়পর্দায় আসছে 'কালকক্ষ', ৪৫ বছর পর বাংলা চলচ্চিত্রে অরোরার আগমন

Photo Credit_Youtube

বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকায় ছিল অরোরা ফিল্ম কর্পোরেশন (Aurora Film Corporation).পথের পাঁচালী, অপরাজিত -র মত ছবির নির্মানের দায়িত্বে ছিল এই সংস্থা । প্রায়  ৪৫ বছর পর বাংলা ছবি কালকক্ষ- হাউস অফ টাইম (Kalkokkho_House of Time) নিয়ে ফেরত আসছে ১১৬ বছরের পুরনো চলচ্চিত্র সংস্থা অরোরা। সেই ছবির ট্রেলার মুক্তি উপলক্ষে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। আগামী ১৯ অগাস্ট দর্শক বড় পর্দায় ছবিটি দেখতে পারবে।'

আন্তর্জাতিক স্তরে দীর্ঘ সময় ধরে সাড়া জাগিয়ে আসছে 'কালকক্ষ' ছবিটি। বিভিন্ন সময়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলি থেকে একের পর এক পালক যোগ হয়েছে 'কালকক্ষে'র মুকুটে। '২৬তম বুসান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ছবিটি নির্বাচিত হয় 'নিউ কারেন্টস কম্পিটিশন' সেকশনে। আবার বুসান চলচ্চিত্র উৎসবেই 'নিউ কারেন্টস ও নেট প্যাক অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয় এই ছবি। ইতিমধ্যেই '৭২তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ ইউরোপিয়ান ফিল্ম মার্কেটে নির্বাচিত হয়েছে এই ছবি। ১০টি ভারতীয় ছবির মধ্যে একমাত্র বাংলা ছবি হিসেবে সম্মানিত হয় ছবিটি। ভারতে 'কালকক্ষ'-এর প্রিমিয়ার হয় গোয়ায় অনুষ্ঠিত ইন্ডিয়ান প্যানোরমা খ্যাত '৫২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এও  (IIFI)।