Adult Star: মাত্র ৩১-এই শেষ, পর্ন তারকার মৃত্যু নিয়ে ধোঁয়াশা, চাঞ্চল্য

জর্জিয়ায় জন্ম ওয়েনসডে নাইটের। ইনস্টাগ্রামে কয়েক হাজার ফলোয়ার রয়েছেন এই পর্ন তারকার। ২৬ হাজারেরও বেশি যে অ্যাডাল্ট স্টারের ফলোয়ার রয়েছেন, তাঁর মৃত্যু কীভাবে হয়, তা নিয়ে শোরগোল শুরু হয়েছে।

Adult Star (Photo Credit: Instagram)

মাত্র ৩১-এই চলে গেলেন পর্ন তারকা (Adult star ) ওয়েনসডে নাইট। এত কম বয়সে কীভাবে ওই অ্যাডাল্ট স্টারের মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। ওয়েনসডে নাইটের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। তবে কী কারণে পর্ন তারকার মৃত্যু হয়, সে বিষয়ে কিছু জানাতে পারেননি অ্যাডাল্ট স্টারের পরিবার এবং বন্ধুরা। বেশ কয়েকটি রিপোর্টে প্রকাশ, গত ১৭ জুন মৃত্যু হয়েছে ওয়েনসডে নাইটের। তবে কারও কারও দাবি, ১৭ নয়, ১৮ জুন লাস ভেগাসে মৃত্যু হয় এই অ্যাডাল্ট স্টারের।

রিপোর্টে প্রকাশ, জর্জিয়ায় জন্ম ওয়েনসডে নাইটের। ইনস্টাগ্রামে কয়েক হাজার ফলোয়ার রয়েছেন এই পর্ন তারকার। ২৬ হাজারেরও বেশি যে অ্যাডাল্ট স্টারের ফলোয়ার রয়েছেন, তাঁর মৃত্যু কীভাবে হয়, তা নিয়ে শোরগোল শুরু হয়েছে।

আরও পড়ুন:  Kaali: হাতে সিগারেট, হিন্দু দেবীকে অপমানের অভিযোগে 'কালী' ছবির নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর

 

View this post on Instagram

 

প্রসঙ্গত গত ১৭ জুন নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেষ ছবি শেয়ার করেন। তারপর থেকেই ওয়েনসডে নাইটের আর কোনও খোঁজ মিলছে না।



@endif